সিলেটটুডে ডেস্ক

১৬ ডিসেম্বর, ২০১৬ ০০:২৬

বিএনপি প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল : ডা. সাখাওয়াত

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন- আমাদের মহান মুক্তিযুদ্ধ কারো একার কৃতিত্ব নয়। কারো একক সম্পদও নয়। তাই মহান মুক্তিযুদ্ধ ও জাতির সুর্য সন্তান মুক্তিযোদ্ধাদের পুজিঁ করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ করার বিপরীতে বিভক্ত করার ষড়যন্ত্র সম্পর্কে দেশপ্রেমিক জনতাকে সজাগ থাকতে হবে। ইতিহাস স্বাক্ষী কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিপ্লবী কণ্ঠে স্বাধীনতার ঘোষনায় উদ্ধুদ্ধ হয়ে দেশ মাতৃকার গর্বিত সন্তান মহান মুক্তিযুদ্ধে ঝাপিঁয়ে পড়েছিল। বিএনপি প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল।

তিনি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ জিয়া যুব ফোরাম সিলেটের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর চৌকিদেখীস্থ একটি কমিউনিটি সেন্টারে দুই পর্বে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যথাক্রমে প্রবীণ মুরব্বি হাজী ইসরাইল মিয়া ও আনোয়ার হোসেন আনা মিয়া।

মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সালেহ আহমদ খসরু’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সুচীত ও ফোরামের আহ্বায়ক সাজন আহমদ সাজুর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলার সাধারন সম্পাদক আলী আহমদ, মহানগর সাবেক সাংগঠনিক সম্পাদক ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সিসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, মহানগর সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, বিমানবন্দর থানা বিএনপির সাধারন সম্পাদক সাহেদ আহমদ চমন, বিএনপি নেতা লোকমান আহমদ লিটন, ময়নুল ইসলাম, মিশিগান বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম তুহিন।

মহানগর ছাত্রদলের সদস্য আব্দুল আউয়াল মিসবাহ-এর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচীত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিলেট মহানগর ছাত্রদলের সহ-সভাপতি ফখরুল ইসলাম, সহ-সভাপতি লুৎফুর রহমান, সহ-সভাপতি মামুন আহমদ মিন্টু, নজরুল ইসলাম, জেহিন আহমদ, লিটন আহমদ, যুগ্ম সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক গোলজার আহমদ, সোহেল ইবনে রাজা, আবুদুল করিম জোনাক, রিহাদুল হাসান রাসেল, জুবায়ের আহমদ জুবের, মহানগর ছাত্রদল সদস্য সাইদ মাহমুদ অয়াদুদ, হারুনুর রশিদ হারুন, মেহেদি হাসান সপু, আজাদুর রহমান আজাদ, ইফতি আহমদ সুমিন, আহমদ মোহন, সৈয়দ মিনার আলী, শাওন আহমদ ইমরান, শাহরিয়ার কবির সাহেদ, ফয়েজ আহমদ, সাজন আহমদ তালুকদার, সৈয়দ শাহজাহান আলী, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক নাহিয়ান আহমদ রিপন, দবির আহমদ, ইমরান সিদ্দিকি সৌরভ, নাদিম, রাসেল আহমদ, মহানগর ছাত্রদলের আলী আকবর রাজন, শহীদ জিয়া ফোরাম এর যুগ্ম আহবায়ক নাহিদ আহমদ, যুগ্ম আহবায়ক জাহেদ আহমদ, সায়েদ আহমদ দীপক, সুমন আহমদ, জুয়েল আহমদ, ফয়ছল আহমদ, সাহেদ আহমদ, সোহেল আহমদ, মনির হসেন, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন- পলাশ আহমদ, মেহরাজ মিল্লাদ, মাহমুদুল হাসান সাগর, রুম্মান আহমদ রাজু, রবিন আহমদ ও আসাদ আহমদ সোহেল রানা।

সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক বীর প্রতীক তাঁর বক্তব্যে একাত্তরের রনাঙ্গনের বীরত্ব গাথা একটি যুদ্ধের বর্ণনা দেন যা উপস্থিত সকলকে অনুপ্রানিত করে তুলে। সংবর্ধিত অতিথি দুই বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট প্রদান ও চাদর পড়িয়ে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত