সিলেটটুডে ডেস্ক

২৭ ডিসেম্বর, ২০১৬ ১৭:১৪

খাদিমপাড়ায় জাতীয় মহিলা আইনজীবী সমিতির শিশু সুরক্ষা গ্রুপ তৈরি

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির গার্লস এডভোকেসী এলায়েন্স প্রকল্পের উদ্যোগে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আর্থিক সহায়তায় খাদিমপাড়া ইউনিয়নে শিশু সুরক্ষা গ্রুপ তৈরি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) নগরীর একটি অভিজাত হোটেলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বাল্য বিবাহ আইনের কুফল এবং শিশুদের সুরক্ষা বিষয়ে আলোচনা করেন।

বিএনডব্লিউএল এর সমন্বয়কারী এডভোকেট সৈয়দা শিরিন আক্তারের সভাপতিত্বে ও গার্লস এডভোকেসী এলায়েন্স প্রকল্পের সমন্বয়ক আকলিমা চৌধুরীর পরিচালনায় উপস্থিত ছিলেন খাদিমপাড়া ইউপি সদস্য আব্দুল মছব্বির, দেলোয়ার হোসেন, ইউপি সদস্যা ফাতেমা আক্তার, জুমেরা রহমান, সাজেদা বেগম।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খাদিমপাড়া ইউনিয়নের কাজী খলিলুর রহমান, কৃষ্ণ গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেনা বেগম প্রমুখ।
 
বাল্য বিয়ে ও শিশু পাচারের ফলে শিশুরা ঝুঁকির মুখে পড়ে তাই শিশুদের সুরক্ষায় এসব পরিহার করার আহ্বান জানান বক্তারা এবং মা-বাবা ও পরিবারকে শিশুদের প্রতি যত্নশীল হওয়ারও আহ্বান জানান তাঁরা।

আপনার মন্তব্য

আলোচিত