সিলেটটুডে ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০১৬ ১৮:৫৩

সিসিকের ২ কর্মচারীর পরিবারকে ৩ লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান

সিলেট সিটি কর্পোরেশনে চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণকারী দুই জন কর্মচারীর প্রত্যেকের পরিবারকে ৩ লক্ষ টাকা করে অনুদান প্রদান করা হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক এবারই প্রথমবারের মতো ৩ লক্ষ টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। সিটি কর্পোরেশনের মৃত্যুবরণকারী দুই কর্মচারী হলেন যথাক্রমে পানি শাখার কয়ছর আহমদ এবং বিদ্যুৎ শাখার গেদন মিয়া।

বুধবার (২৮ ডিসেম্বর) তাদের পরিবারের কাছে চেকের মাধ্যমে এই আর্থিক অনুদান হস্তান্তর করা হয়। সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের উদ্যোগে আয়োজিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান, প্রধান হিসাব রক্ষক কর্মকর্তা আ ন ম মনছুফ, কর কর্মকর্তা আব্দুল আজিজ।

আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত, সাবেক সভাপতি আফতাব আলী, সাধারণ সম্পাদক আখতার সিদ্দিকী বাবুল, সহ সভাপতি মুহিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক কবির উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাসুক মিয়া, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক সামিউল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক তাজুল ইসলাম, ক্রীড়া সম্পাদক বিপ্লব দাস, দপ্তর সম্পাদক গৌতম রায়, সদস্য মোস্তাক আহমদ সহ আরও অনেকে।

উল্লেখ্য, জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র অনুযায়ী চাকুরীরত অবস্থায় কোন কর্মকর্তা/কর্মচারী মৃত্যুবরণ করলে ৫ লক্ষ টাকা প্রদানের বিধান রয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক সিটি কর্পোরেশনের কোন কর্মকর্তা/ কর্মচারী চাকুরীকালীন অবস্থায় মৃত্যুবরণ করলে ৩ লক্ষ টাকা প্রদানের সিদ্ধান্ত রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত