সিলেটটুডে ডেস্ক

২৯ ডিসেম্বর, ২০১৬ ১৬:৪৯

বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের র‍্যালি ও সমাবেশ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার আয়োজনে ৪৫তম মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় ঐতিহাসিক রেজিস্টারি মাঠ প্রাঙ্গণ থেকে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে র‍্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

র‌্যালি পরবর্তী সমাবেশে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জবরুল হোসেন পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের কমান্ডার শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ইউনিট কমান্ডের সাংগঠনিক কমান্ডার আব্দুল হক, সহকারি কমান্ডার যুদ্ধাহত আতিক আহমদ চৌধুরী, সুবল চন্দ্র পাল, মহানগর ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার মো. মনাফ আলী, দক্ষিণ সুরমা উপজেলা কমান্ডার কুটি মিয়া, সদর উপজেলা কমান্ডার হাজী এরশাদ আলী, বিয়ানীবাজার উপজেলা কমান্ডার আব্দুল কাদির, গোয়াইনঘাট উপজেলা কমান্ডার মো. আব্দুল হক, বিশ্বনাথ উপজেলা কমান্ডার ওয়াহাব আলী।

সমাবেশে বক্তব্য রাখেন সন্তান কমান্ড সিলেট জেলার সহ-সভাপতি আব্দুল কাদির, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার আহ্বায়ক শাহীন আহমদ চৌধুরী নয়ন।

বিজয় র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সহ-সভাপতি সারোয়ার আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, তোফায়েল আহমদ রাজু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, ইব্রাহিম আলী, অর্থ সম্পাদক মো. ইবাদুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক সালা উদ্দিন বাবু, শিক্ষা পাঠাগার ও মিলনায়তন সম্পাদক মাছুম আহমদ, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক সাইদুজ্জামান অপু, কার্যকরী সদস্য শাহীন আহমদ সাবুল, শামীম আহমদ সুমন, মুজাম্মিল আহমদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. সাদিকুর রহমান, সদস্য আবু সুফিয়ান, মৌরশ আলী, গোয়াইনঘাট উপজেলা সন্তান কমান্ডের সভাপতি আমান হোসেন, সাধারণ সম্পাদক সারওয়ার আহমদ, মোগলাবাজার থানার আহ্বায়ক মো. সালা উদ্দিন, সদস্য সচিব শামীম আহমদ, বিয়ানীবাজার পৌরসভার সভাপতি আলী আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক হাজী ফারুক আহমদ, কানাইঘাট উপজেলার মাহফুজ আহমদ, নুর আহমদ কামাল, জৈন্তা উপজেলা সন্তান কমান্ডের সাইফুল ইসলাম, নাছির হোসেন, গোলাপগঞ্জ উপজেলা সন্তান কমান্ডের সালমান আহমদ, সদর উপজেলা ছাদ উজ্জামান, মুনিম আহমদ, শাহপরান থানার সদস্য মফিজ আহমদ, আব্দুল মালিক প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত