শাবিপ্রবি প্রতিনিধি

০৩ জানুয়ারি, ২০১৭ ১৬:৫৫

শাবিতে ইসকন ইয়ুথ ফ্যাস্টিভ্যাল অনুষ্ঠিত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১২তম ইসকন ইয়ুথ ফেস্টিভাল উপলক্ষে ‘লার্নিং টু লাভ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সনাতন ধর্মাবলম্বী যুব শিক্ষার্থীদের স্রষ্টার প্রতি আনুগত্য বাড়াতে শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত এ ফেস্টিভালে নির্ধারিত বিষয় ‘লার্নিং টু লাভ’ উপর বিস্তারিত কথা বলেন, ভারত থেকে আগত মুখ্য আলোচক শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, ইসকন, জিবিসি ও সন্ন্যাসী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবি উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া।

এ সময় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রীমৎ ভক্তি প্রিয়তম গদাধর গোস্বামী মহারাজ, সহ-সভাপতি, ইসকন, বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নারায়ণ সাহা, অধ্যাপক, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগ; ড. হিমাদ্রি শেখর রায়, অধ্যাপক, ইংরেজি বিভাগ, শাবিপ্রবি; শ্রীপাদ চারু চন্দ্র দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক, ইসকন, বাংলাদেশ; পুষ্পশীলা শ্যাম দাস ব্রহ্মচারী, সহ-সভাপতি, ইসকন, বাংলাদেশ; জগতগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, যুগ্ম সাধারণ সম্পাদক, ইসকন, বাংলাদেশ।

এছাড়া দেবামৃত নিতাই দাস ব্রহ্মচারী, সাধারণ সম্পাদক, ইসকন ইয়ুথ ফোরাম, সিলেট এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেবর্ষি শ্রীবাস দাস ব্রহ্মচারী, পরিচালক, ইসকন ইয়ুথ ফোরাম, সিলেট; সভাপতিত্ব করেন শ্রীপাদ নবদ্বীপ দ্বিজ গৌরাগ দাস ব্রহ্মচারী, অধ্যক্ষ, ইসকন, সিলেট ও সহ-সভাপতি, ইসকন, বাংলাদেশ।

অনুষ্ঠানের স্থানীয় সহযোগী হিসেবে ছিল শাবিপ্রবির শিক্ষার্থী অভিজিৎ চক্রবর্তী অয়ন, সমাজবিজ্ঞান বিভাগ ও আরাধন তালুকদার, লোকপ্রশাসন বিভাগ।

শাবিপ্রবির কেন্দ্রীয় মিলনায়তনে সোমবার বিকাল থেকে শুরু হওয়া এ উৎসবে দেশ ও বিদেশের বহু গুণী ব্যক্তি বক্তব্য রাখেন। ইসকন ইয়ুথ ফোরামের আয়োজনে এ ফেস্টিভালে সার্বিক সহযোগিতা করছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট।

আপনার মন্তব্য

আলোচিত