সিলেটটুডে ডেস্ক

০৪ জানুয়ারি, ২০১৭ ১৬:৫৯

সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত

দেশের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি হচ্ছেন ব্যবসায়ীরা। দেশের উন্নয়নে তাদের অবদানের কথা বাদ দিয়ে দেশের অগ্রগতি কল্পনা করা যায় না। সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপ এর ব্যবসার পাশাপাশি দেশের আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীদের নিজ নিজ অবস্থান থেকে মুনাফা অর্জনের পাশাপাশি মানব কল্যানে কাজ করে যেতে হবে। সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপ আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও নৈশভোজে বক্তারা এসব কথা বলেন।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাতে নগরীর একটি কনভেনশন সেন্টারে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপের সভাপতি প্রফেসর মো: মজলু মিয়া’র সভাপতিত্বে ও নির্বাহী সদস্য মুহাম্মদ শাহজাহান খানের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। দুইটি পর্বে অনুষ্ঠিত সভায় প্রথম পর্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে বার্ষিক সাধারণ সভায় সেক্রেটারী রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ জাবের। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ চৌধুরী সুমন।

উপদেষ্ঠা মন্ডলির পক্ষ থেকে বক্তব্য রাখেন উপদেষ্টা ও দি সিলেট চেম্বার্স অব কমার্স অব ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি মো: মামুন কিবরিয়া সুমন, উপদেষ্ঠা মোনায়েম খান বাবুল, সহ সভাপতি আব্দুল হামিদ চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য হাফিজ কামরুল ইসলাম।

দ্বিতীয় পর্বের আলোচনা সভায় অংশ নেন দি সিলেট চেম্বার্স অব কমার্স অব ইন্ডাস্ট্রির সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশীদ রেনু, সিলেট ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ, সংগঠনের উপদেষ্টা সৈয়দ খালিকুজ্জামান হীরক, উপদেষ্টা মো: কফিলুর রহমান, নির্বাহী সদস্য জুনেদুর রহমান, আক্তার হোসেন, মো: বদর উদ্দিন, সহ সভাপতি মো: মাসুক মিয়া, মো: আব্বাস উদ্দিন, আবুল মকছিন নাসির, অর্থ সম্পাদক মো: বেলাল আহমদ। আলোচনা সভা শেষে আকর্ষণীয় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে প্রফেসর মো: মজলু মিয়া বলেন, ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে সিলেট জেলা রড সিমেন্ট ঢেউটিন মার্চেন্ট গ্রুপ সাহায্যের হাত বাড়িয়ে দিবে। সর্বোপরি দেশের কল্যাণ সাধনই আমাদের লক্ষ্য।

আপনার মন্তব্য

আলোচিত