সিলেটটুডে ডেস্ক

০৪ জানুয়ারি, ২০১৭ ১৮:৪৪

সিলেটে আইনজীবীদের প্রীতি ফুটবল ম্যাচ ৭ জানুয়ারি

সিলেট জেলা আইনজীবী সমিতির ৫টি বারের আইনজীবীদের সমন্বয়ে ৬টি দল নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শনিবার (৭ জানুয়ারি) উক্ত ফুটবল ম্যাচগুলো সারা দিনব্যাপী অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি আয়োজন করেছে ল’ইয়ার্স ফুটবল ফ্যানস্ সিলেট।

ফুটবল ম্যাচের জন্য জেলা বারের আইনজীবীদের নিয়ে ৬টি দল গঠন করা হয়। দলগুলি হল ১নং বার হলের টিমের নাম হল দুরন্ত একাদশ, ২নং বার হলের ২টি টিম একটির নাম হল সুরমা স্পোর্টিং ক্লাব ও অপরটি সোনার বাংলা ফুটবল দল, ৩নং বারের টিমের নাম টাইগার ইলিভেন, ৪নং বারের টিমের নাম ফোর ইলেভেন সুপার স্টার এবং ৫নং বারের টিমের নাম ড্রাগনস্ ইলিভেন।

দীর্ঘ দুইমাস ধরে প্রত্যেক টিমের খেলোয়ারগণ ম্যাচ, সিলেট স্টেডিয়াম, এম.এ. মুহিত ক্রীড়া কমপ্লেক্স ও এম.সি কলেজ মাঠে প্রশিক্ষণ নিয়েছেন। প্রত্যেক টিমের ম্যানেজার কোচ ও ফিজিওরা মাঠে থেকে প্রশিক্ষণ প্রদান করেছেন। প্রত্যেক টিমই জেলা বারের সিনিয়র ও জুনিয়র আইনজীবীগণের সমন্বয়ে গঠন করা হয়েছে।

১নং বারের টিম দুরন্ত একাদশের ম্যানেজার হলেন এডভোকেট অশোক পুরকায়স্থ, ২নং বারের সুরমা স্পোর্টিং এর ম্যানেজার এডভোকেট মো. জামিলুল হক জামিল, ২নং বারের অপর টিম সোনার বাংলার টিম ম্যানেজার এডভোকেট সরোয়ার আহমদ চৌধুরী আবদাল, ৩নং বারের টাইগার ইলিভেন ফুটবল ক্লাব এর ম্যানেজার এডভোকেট এ.টি.এম. ফয়েজ, ৪নং বারের ফোর ইলিভেন সুপার স্টার এর ম্যানেজার মো. নিজাম উদ্দিন, ৫নং বারের ড্রাগন ইলিভেন এর ম্যানেজার এডভোকেট মো. মনির উদ্দিন।

রোববার (১ জানুয়ারি) ২নং বার হলের তৃতীয় তলায় আইনজীবী সমিতির সভাপতি এ.কে.এম সমিউল আলম ও সাধারণ সম্পাদক শাহ আশরাফুল ইসলাম, আয়োজক কমিটির সদস্য এডভোকেট নিজাম উদ্দিন আহমদ, এডভোকেট এ.টি.এম. ফয়েজ, এডভোকেট মো. আতিকুর রহমান শাবু, এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নূর, এডভোকেট হুমায়ুন কবির বাবুল, এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, এডভোকেট দিলীপ কুমার কর, এডভোকেট বিজয় কুমার দেব বুলু, এডভোকেট আব্দুল মজিদ খাঁন মানিক, এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট মো. এমদাদুল হক, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট মো. ফখরুল ইসলাম, এডভোকেট রনজিত চন্দ্র সরকার, এডভোকেট মো. মিছবাউর রহমান আলম, এডভোকেট মো. আজমল আলী, এডভোকেট বিজিত লাল তালুকদার, এডভোকেট মো. গিয়াস উদ্দিন ও এডভোকেট মো. সাজ্জাদুর রহমান চৌধুরী সহ জেলা বারের কয়েকশত আইনজীবীগণের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লটারির মাধ্যমে ফিক্সচার তৈরি হয়।

সকাল ৯ টায় এম.এ. মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে খেলা অনুষ্ঠিত হবে। আইনজীবী প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করবেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট আব্দুল বাসেত মজুমদার।

একই দিনে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে পুরস্কার প্রদান করা হইবে।

উল্লেখ্য, আইনজীবী প্রীতি ফুটবল ম্যাচটি গত বছর থেকে সিলেট জেলা বারের ২০ জন ক্রীড়ামোদী আইনজীবী নিয়ে গঠিত ল’ইয়ার্স ফুটবল ফ্যানস্ সিলেট কর্তৃক অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত