সিলেটটুডে ডেস্ক

১০ ফেব্রুয়ারি , ২০১৭ ২২:৫১

‘যুবলীগ কর্মীদের শেখ হাসিনার আদর্শিক রাজনীতির বিস্তৃতি ঘটাতে হবে’

সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য আনম শফিকুল হক বলেছেন, সিলেটে যুবলীগের কর্মীরা সুস্থ ধারার রাজনীতিতে বিশ্বাসী। তাই আদর্শিক নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সুস্থ ধারার রাজনীতি প্রয়োগের মাধ্যমে যুবলীগ কর্মীদের শেখ হাসিনার আদর্শিক রাজনীতির বিস্তৃতি ঘঠাতে হবে। 

সিলেট জেলা যুবলীগের উদ্যোগে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে সিলেট জেলা পরিষদের হলরুমে জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মহসিন কামরানের পরিচালনায় জেলা পরিষদের মহিলা সদস্য ও যুক্তরাজ্য যুবলীগের নেতৃবৃন্দকে প্রদত্ত সংর্বধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। 

সভায় আনম শফিকুল হক সংবর্ধিত প্রবাসী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন প্রবাসীরা কর্মমূখী জীবনের পরও দেশের কথা স্বদেশের রাজনীতি মানুষের কথা চিন্তা করেন যুবলীগ তাদের সংবর্ধনার মাধ্যমে নিজেরা সম্মনিত হলো । নবনির্বাচিত জেলা পরিষদের মহিলা সদস্য সুষমা সুলতানা রুহি পারিবারিক বর্নাঢ্য জীবনের কথা উল্লেখ করে থাকে আওয়ামী লীগের জেলা রাজনীতিতে এগিয়ে আসার আহবান জানান তিনি।

সংর্বধিত অথিতি হিসেবে সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের মহিলা সদস্য সুষমা সুলতানা রুহি, জেলা যুবলীগের সহ-সভাপতি লন্ডন প্রবাসী তৌহিদ ফিতরাত হোসাইন, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা আনোয়ার আলী, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন লিটন, সাংস্কৃতিক সম্পাদক ফাত্তাহ মিয়া,অক্সফোর্ড আওয়ামী লীগের সহ- সভাপতি লয়লু মিয়া।

বক্তব্য রাখেন জেলা যুবলীগের সহ সভাপতি মিসবাহ উদ্দিন, সহ সাধারণ সম্পাদক দবির আলী, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এড.জুয়েল আহমদ, প্রচার সম্পাদক জাহিদ সরওয়ার সবুজ, অর্থ সম্পাদক আবু তাহের, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল মতিন, সহ জনশক্তি সম্পাদক সাইস্তা তালুকদার, জেলা যুবলীগ নেতা রেজাউল ইসলাম রেজা, শাহিন আহমদ, সাজলু লস্কর, সুহেল কর্নেল, শেখ আবুল হাসনাত বুলবুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য শাহিনুর আহমদ শাহিন, বিপ্লব কান্তি দাস, রাসেল আহমদ, সুবিনয় মল্লিক, সৈয়দ মাসুদ হাসান, তাহমিদ আহমদ নাদেল, ফয়জুর রহমান ইয়াসিন, নসু ভৌমিক, এস এম রাসেল, সৈয়দ তকিউর রহমান সানী, এম মোজাব্বীর আলী, কামাল আহমদ রাসেল, শাহ ফায়েদ, জগিনুর আহমদ জিবান প্রমুখ। সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন আপ্তার হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত