সিলেটটুডে ডেস্ক

১১ ফেব্রুয়ারি , ২০১৭ ১৭:৩০

কর্তব্যে অবহেলাকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে : মাহমুদ উস সামাদ

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও দক্ষিণ সুরমা কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমানে সিলেটের এমসি কলেজের পরেই দক্ষিণ সুরমা কলেজের নাম উচ্চারিত হচ্ছে। এটা সম্ভব হয়েছে সকলের আন্তরিকতার জন্য। কলেজের অধ্যক্ষ, শিক্ষকসহ সবাই এই কৃতিত্বের দাবিদার। তবে যেসব শিক্ষক কর্তব্য পালনে অবহেলা করছেন, কলেজে বিনা কারণে অনুপস্থিত থাকছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা কলেজের ‘দেশরত্ন শেখ হাসিনা ভবনের’ উপর (৩য়, ৪র্থ, ৫ম) উর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ শামছুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে মাহমুদ উস সামাদ চৌধুরী আরো বলেন, ৩৭০ জন শিক্ষার্থী নিয়ে যে দক্ষিণ সুরমা কলেজ যাত্রা শুরু করেছিল, সেই কলেজে আজ প্রায় ছয় হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। এটা আমাদের জন্য বড় পাওয়া। এই কলেজের উন্নতির জন্য বর্তমান সরকারের আমলে অনেক কিছুই করা হয়েছে। নতুন ভবন হয়েছে, কলেজে মাস্টার্স প্রোগ্রাম শুরু হয়েছে। ভবিষ্যতে কলেজের আরো উন্নয়ন হবে। এক্ষেত্রে স্থানীয় সাংসদ হিসেবে আমি সবসময়ই পাশে থাকবো।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশে শিক্ষাবিপ্লব ঘটেছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে বাংলাদেশ শিক্ষা ক্ষেত্রে এগিয়ে গেছে বহুদূর। সরকারের আন্তরিকতা ও যুগোপযোগী সিদ্ধান্তের কারণে বিশ্ব দরবারে বাংলাদেশ শিক্ষাবিপ্লব আলোচিত হচ্ছে।

দক্ষিণ সুরমা কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মামুনুর রশীদের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদ উদ্দিন শহীদুল ইসলাম শাহীন, গভর্নিং বডির সদস্য শাহ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম।

কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. মুহিবুর রহমানের পরিচালনায় পরিচালনায় অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক গিলমান আলী। অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে দক্ষিণ সুরমা কলেজের শিক্ষক শাহানা বেগম, আশরাফুল হক, সাব্বির আহমদ, রওনক জাহান বেগম, ছালমা ইয়াসমিন, আতাউর রহমান, সুভাষ চন্দ্র সাহা, পলাশ রঞ্জন দাশ, ময়নুল হক, কানিজ ফাতেমা, আতাউর রহমান ভূঁইয়া, কাজরী রাণী ধর, সুপ্তা রাণী চৌধুরী, মাহবুবা বেগম, জয়নুল ইসলাম, দীপক চন্দ, আব্দুল বাতেন, শ্যামলী চক্রবর্তী, নাফিস সাফিনা, আমিনুর রহমান, সাহেদ আহমদ, খালেদ আহমদ, সুমন রায়, ফাহমিদা বেগম লুবনা, নুসরাত ফাতেমা, পলি সেনাপতি, সৈয়দা মোমেনা বেগম শিমু, হুমায়রা বেগম মনি, নন্দন কর্মকার, রেজওয়ানা তাসনিম, ফেরদৌসি জাহান, শিল্পী কর্মকার, নুরজাহান বেগমসহ কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত