সিলেটটুডে ডেস্ক

১৭ মার্চ, ২০১৭ ২১:৫০

সেক্টর কমান্ডারস ফোরামের বঙ্গবন্ধুর জন্মদিন পালন

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস উপলক্ষে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-’৭১ সিলেট সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান ১৭ মার্চ (শুক্রবার) সন্ধ্যা ৭টায় ধোপাদিঘিরপারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদাল এর সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিভাগীয় সহ সভাপতি মারিয়ান চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মানিক মিয়া, যুগ্ম সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আবু সাঈদ এডভোকেট, জেলা শাখার সভাপতি বন্ধু গোপাল দাশ এডভোকেট, মহানগর শাখার সভাপতি কিশোর কুমার কর এডভোকেট, সাধারণ সম্পাদক গোলাম রাজ্জাক চৌধুরী জুবের এডভোকেট, মহিলা কমিটির সভানেত্রী শামসুন্নাহার মিনু, সাধারণ সম্পাদিকা হাসনা হেনা চৌধুরী, মাহমুদা নাজিম রুবি, সাবরিন বেগম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন চন্দ্র সরকার, চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, রেনুকা দাশ, পবিত্র বৈদ্য, হাজী মোঃ আব্দুল আজিজ, কুতুব উদ্দিন, শ্যামলী দাস, তামিম চৌধুরী অপন, খন্দকার মোস্তফা কামাল, কবি মোস্তাফিজুর রহমান, কবি হরিপদ চন্দ, সৈয়ীদ আহমদ বহলুল, মাসুক আহমদ, রেবা বৈদ্য, আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা উমেশ বৈদ্য, মাধুরী গুণ, মনসুর আলম, তফজ্জুল হোসেন, জসিম উদ্দিন এডভোকেট, কুমার গণেশ পাল, পুলিন বিহারী বিশ্বাস এডভোকেট, জহুরুল ইসলাম এডভোকেট, ধ্রুব গৌতম, নুর উদ্দিন এডভোকেট, নাসরিন ইসলাম, হালিমা বেগম প্রমুখ।

সভাপতির বক্তব্যে এডভোকেট আবদাল বলেন, যত দিন পতাকার বুকে লাল সবুজ উদিত হবে বাঙালি জাতি বঙ্গবন্ধুকে ভুলবে না। তিনি বঙ্গবন্ধুর রাজনীতির মূল আদর্শ দেশপ্রেম বুকে ধারণ করে সকলকে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করার আহবান জানান।

আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন খন্দকার মোস্তফা কামাল ও গীতা পাঠ করেন কবি হরিপদ চন্দ। এসময় বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিবস উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত