সিলেটটুডে ডেস্ক

০৫ মে, ২০১৭ ২২:৪৭

'রক্তাঙ্গন সিলেট' এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

রক্তাঙ্গন সিলেটের উদ্যোগে কর্ম পরিকল্পনার উপর মতবিনিময় সভা সিলেটের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৫ মে) বিকাল ৪ ঘটিকার সময় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

রক্তাঙ্গনের এডমিন রেশমা জান্নাতুল রুমা'র পরিচালনা ও সদস্য মঈনুল ইসলামের কোরঅান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পরবর্তীতে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের সদস্যবৃন্দ। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. অারমান অাহমদ শিপুল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মো. জয়নাল অাবেদিন।

সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদস্য তানভীর অাহমদ, কাজী জুবায়ের অাহমদ, ইমরান তাপাদার।

গ্রুপের পূর্ব পরিচিত নিয়ে বক্তব্য দেন অাবির চৌধুরী পলাশ এবং রক্তদানের উপকারিতা মিয়ে বক্তব্য দেন মো: বদরুল ইসলাম। রক্তাঙ্গনের বিভিন্ন দিক নিয়ে অালোচনা করেন রায়হান চৌধুরী।

সর্বশেষে প্রধান অতিথির বক্তব্যে রক্তদান ও সমাজসেবামূলক বিভিন্ন বিষয়ে অালোচনা করেন তিনি এবং রক্তাঙ্গনের যেকোনো কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার অাশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া সকল সদস্য উপস্থিতি ও কাজের ধারা দেখে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান প্রধান অতিথি সেই সাথে সংগঠনের দীর্ঘায়ু ও সদস্যদের একাত্মতা কামনা করেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত