সিলেটটুডে ডেস্ক

২১ আগস্ট, ২০১৭ ২০:৪৬

‘সিলেটে বঙ্গবন্ধু’ গ্রন্থের প্রকাশনা

‘সিলেটে বঙ্গবন্ধু’ নামক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন।

‘সিলেটে বঙ্গবন্ধু’  গ্রন্থটি ঐতিহাসিক রাজনৈতিক একটি দলিল হিসাবে আখ্যায়িত করে বলেন,  মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ইতিহাসবিদ সৈয়দ আব্দুল্লাহর রচিত গ্রন্থটি জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ের ইতিহাসের এক অসামান্য দলিল হিসেবে বিবেচিত হবে।

গ্রন্থটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সিলেট অঞ্চলে তাঁর সহচরদের জীবনকথা আগামী প্রজন্মকে স্বাধীনতা সংগ্রামীদের জানার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার সুযোগ করে দিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে ‘সিলেটে বঙ্গবন্ধু’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কর্নেল শাহ আবিদুর রহমান।

সাংবাদিক আবু তালেব মুরাদ ও আব্দুল মুকিত অপি’র যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জাতীয় অধ্যাপক বিগ্রেডিয়ার (অব.) আব্দুল মালিক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট লুৎফুর রহমান, বঙ্গবন্ধুর সহচর সাবেক গণ-পরিষদের সদস্য প্রবীণ আওয়ামী লীগ নেতা মুহাম্মদ আজিজুর রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, দৈনিক উত্তরপূর্ব সম্পাদনা মন্ডলীর সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল কাদির চৌধুরী, বাহুবল উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল হাই, ইউসেব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মাসুম তালুকদার প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত