২৫ আগস্ট, ২০১৭ ১৯:০০
সামাজিক সংগঠন 'একটিভিটিজ ফর সোসিয়াল ডেভলাপমেন্ট অরগানাইজেশন' এর উদ্যোগে অনুষ্টিত হয় ২১শে আগস্টের গ্রেনেড হামলার ভয়াবহতা নিয়ে ভিডিও চিত্র প্রদর্শনী সম্পন্ন হয়েছে।
২৩ শে আগস্ট (বুধবার) সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এই ভিডিও চিত্র প্রদর্শনী হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শাহেদ আহমদ, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাজার আহমদ, লন্ডন মহানগর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌ নাসিফ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধ্রুবজোত্যি চৌ সৈকত।
সন্ধ্যা ৭টায় শুরু হয়ে এ প্রদর্শনী চলে রাত ৯টা পর্যন্ত। ২১শে আগস্ট ২০০৪ সালে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ এ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জনসভায় ভয়াবহ গ্রেনেড হামলার চিত্র তুলে ধরতেই সামাজিক সংগঠনটির এ আয়োজন।
নগরীর ব্যস্ততম চোহাট্টা পয়েন্টের সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এ প্রদর্শনীতে অনেক পথচারীর সমাগম হয়, এতে দেখা যায় উৎসুক মানুষকে প্রদর্শনীটিতে মনোযোগ সহকারে পর্দার দিকে তাকিয়ে থাকতে। অনেকে এ বীভৎসতা সহ্য না করতে পেরে আবেগ আপ্লুত হয়ে যান। ২০০৪ সালের ২১শে আগস্টের গ্রেনেড হামলা এবং এতে আহত মানুষের করুন অবস্থাও দেখানো হয় এ প্রদর্শনীতে।
'একটিভিটিজ ফর সোসিয়াল ডেভলাপমেন্ট অরগানাইজেশন' এর সাধারণ সম্পাদক প্রহল্লাদ সিনহার উপস্থাপনায় এতে সভাপতিত্ব করেন উক্ত সংগঠনের সভাপতি শাহান আহমদ।
এতে আরোও উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা হুসেন মুহাম্মদ সাগর, মুশফিকুর রহমান রুমু, ফয়জুর রহমান ফয়েজ, মিফতাউর রহমান রাকিন,সোহানুর রহমান প্রমুখ।
আপনার মন্তব্য