সিলেটটুডে ডেস্ক

২৬ আগস্ট, ২০১৭ ১৪:৫৩

কুলাউড়ায় চা বাগানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

জাতীয় শোক দিবস উপলক্ষে কুলাউড়া উপজেলার লাংলা চা বাগানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। আওয়ামী লীগ নেতা শফিউল আলম চৌধুরী নাদেল উদ্দোগে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মেডিসিন ক্লাবের সহযোগিতায় এই ক্যাম্পে পাঁচশতাধিক গরিব চা  শ্রমিকদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এতে চিকিৎসক  হিসেবে উপস্থিত ছিলেন ডা.যুবায়ের ইবনে খায়ের, ডা.ফারহান আঞ্জুম পাঠান, ডা.কীর্তিরাজ দে ও ডা.অনিক বড়ুয়া।

মেডিসিন ক্লাবের পক্ষ থেকে সভাপতি নূরুজ্জামান কাকন, সাধারণ সম্পাদক সাদিয়া মারজান, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত নাথ, অর্থ সম্পাদক অনিক বড়ুয়া, দপ্তর সম্পাদক তরিকুল রাতুল, ক্লিনিক্যাল সম্পাদক রাজীব বৈষ্ণব, সহ সাংগঠনিক সম্পাদক ইকরাম চৌধুরী প্রমুখ উপস্থিতদ ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত