সংবাদ বিজ্ঞপ্তি

২৭ আগস্ট, ২০১৭ ০১:১৩

সরকার বিরোধী মত প্রকাশকারীদের দমন-পীড়ন করছে: গাজী মাজহারুল আনোয়ার

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), সিলেট জেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে নগরীর মিরাবাজার এলাকার এক অভিজাত হোটেলে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা গাজী মাজহারুল আনোয়ার।

প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল আনোয়ার বলেন, দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ঘোষিত ভিশন ২০৩০ বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান সরকার বিরোধী মত প্রকাশকারীদের দমন পীড়ন করছে। তাদের রুখতে বিএনপি চেয়ারপার্সন ও তারুণ্যের অহংকার বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন গড়ে তুলতে হবে।

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চিত্রনায়ক হেলাল খান।

সিলেট জেলা জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক জাসাসের আহবায়ক জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক সাবের আলী খান মুরাদ এবং যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন মাসুমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় সভাপতি ড. মামুন আহমেদ, বিএনপির কেন্দ্রিয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জ্বল, জাসাসের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, সাংগঠনিক সম্পাদক শিবা সানু, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সহ সভাপতি এড.আশিক উদ্দিন আশুক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজিম উদ্দিন লস্কর, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক কাউন্সিলার দিনার খান হাসু, জেলা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক মুসা রেজা চৌধুরী।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার বিএনপি-জাসাস ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর তাদের রক্ষীবাহিনী পুলিশের মাধ্যমে নানা নির্যাতন চালাচ্ছে। বিভিন্ন মিথ্যা মামলায় নেতাকর্মীদের জেল হাজতে প্রেরণ করছে। জনগণ ও গণতন্ত্র বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। যার কারণে দেশের জনগণ আজ সরকারের কার্যকলাপে ক্ষুব্ধ । তাঁরা আওয়ামী লীগ সরকার চাই না। পরিবর্তন চায়। জনগণের কথা বলার অধিকার ও বিরোধী দলের অধিকার কেড়ে নিয়ে কখনই গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। তাই আমাদের চেয়ারপার্সনের নেতৃত্বে যে কোন আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। দেশের জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে।

সভায় আরও বক্তব্য দেন জেলা জাসাসের যুগ্ম আহবায়ক জয়নাল আহমেদ রানু,সাবের আলী খান মুরাদ,এড.ফখরুজ্জামান, মোস্তফা বেলাল লাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রভাষক আজমল হোসেন রায়হান, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মতিউল বারী খুরশেদ,মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক তাজ উদ্দিন মাসুম, জামিল আহমেদ, মামুনুর রশিদ লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা দিলাল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জাসাসের আহবায়ক সারোয়ার খান মাজেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাসুর রহমান মুন্না, জাসাস যুগ্ম আহবায়ক ফাহিমা কুমকুম, জাসাস নেতা রাসেল আহমেদ, একরাম হোসেন, রাহেল আহমেদ, বিষু দে, রায়হান এইচ খান, সিরাজুল ইসলাম সিরাজ, ইন্তেজার আলী, শামসুজ্জামান শিপন, হারুনুর রশীদ, সাঈদ মেহদী সাদি, সি এম আব্দুল্লাহ, ইয়ামিন বখত আকাশ কালাম আহমেদ।

বিভিন্ন থানা ও উপজেলা থেকে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিপন, গোলাপগঞ্জ পৌর জাসাসের সভাপতি অলিউর রহমান, জৈন্তাপুর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন, কানাইঘাট উপজেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম সাগর, গোয়াইনঘাট উপজেলা জাসাসের সভাপতি মাহতাব উদ্দিন, বিমানবন্দর থানা জাসাসের সদস্য সচিব হেলাল উদ্দিন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত