সিলেটটুডে ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৯:৩৩

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির মানববন্ধন

মিয়ানমারের রোহিঙ্গাদের গণহত্যা ও অমানবিক নির্যাতনের প্রতিবাদে সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকালে সিলেট নগরীর রিকাবীবাজারস্থ স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যকরী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রুবেল আহমদ নান্নুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরীর শিপলুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট ইউনাইটেড ক্লাবের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, সাবেক ফুটবলার আবু বকর সেলিম, জাতীয় ফুটবলার ইয়ামিন চৌধুরী মুন্না, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহ-সভাপতি সামসুল ইসলাম, কোষাধ্যক্ষ রাজা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ইমরাজ আহমদ, যুগ্ম সম্পাদক ফয়ছল আহমদ, সহ-কোষাধ্যক্ষ জাহেদ আহমদ, সিনিয়র সদস্য সুফিয়ান আহমদ, পলাশ মিয়া, গ্রীন সিলেট একাডেমির কোচ রানা মিয়া, শুকুর আহমদ, উশু কোচ আনোয়ার হোসেন, আঙ্গুর, রাজন, বাপ্পী, সাদিক প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত