সিলেটটুডে ডেস্ক

৩০ নভেম্বর, ২০১৭ ১৯:০৮

তেল, গ্যাস, বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নগরীতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এন. ডি এফ) সিলেট জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং শ্রমিক কৃষক জনগণকে রেশন দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৫টায় সিলেট নগরীর শহীদ মিনারের সামন থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এন. ডি এফ) সিলেট জেলা শাখার সহ-সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মো. শাহিন আলমের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া।

উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, সাংগঠনিক সম্পাদক খোকন আহমদ, রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মহাত্মম কুর্মি, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বন্দরবাজার কমিটির সহ-সভাপতি মো. হাসান, সাধারণ সম্পাদক হাবিব হোসেন, জিন্দাবাজার কমিটির সাধারণ সম্পাদক ইমান আলী, জাতীয় ছাত্রদল সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সাম্রাজ্যবাদের অভ্যন্তরীণ প্রতিযোগিতায় কূটকৌশলে বিশ্বব্যাপী সন্ত্রাস, জাতিগত নিপীড়নের ফলে বিশ্ব তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবমান। এ জন্য প্রয়োজন গণ প্রতিরোধ, গণ আন্দোলন।

আপনার মন্তব্য

আলোচিত