সিলেটটুডে ডেস্ক

৩০ নভেম্বর, ২০১৭ ২০:২০

মইনউদ্দিন কলেজে আকাশলীনা’র মোড়ক উন্মোচন

সিলেটের মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের বাংলা বিভাগের সম্মান কোর্সের প্রথম ব্যাচের বিদায়ী শিক্ষার্থীদের শুভেচ্ছাস্মারক আকাশলীনা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলা বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. গিয়াস উদ্দিন।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী আয়েশা আক্তারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের প্রধান আজির হাসিব। বাংলা বিভাগের প্রভাষক মো. আলমগীর হোসেনের স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া মোড়ক উস্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রসায়নবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণপদ সূত্রধর, জীববিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. বদরুল আলম খান, ব্যবস্থাপনা বিভাগের প্রধান এনামুল হক চৌধুরী সোহেল। শুভেচ্ছা বক্তৃতা করেন বাংলা বিভাগের শিক্ষক রিছনা বেগম, লাকি বেগম, হোসনে আরা বেগম প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুন্নাহার ও গীতা পাঠ করেন ওলি তালুকদার। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তৃতা করেন তানিয়া চৌধুরী, মৌশাখী আক্তার, রেবিন বেগম প্রমুখ।

আকাশলীনার মোড়ক উন্মোচনে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. গিয়াস উদ্দিন বলেন, নতুন শতকের সুন্দর দেশ ও জাতি বিনির্মাণে নতুন প্রজন্মকে মননশীল চিন্তা-চেতনায় সমৃদ্ধ হয়ে জ্ঞান ও প্রজ্ঞা অর্জন করতে হবে। তথ্য-প্রযুক্তিতে এগিয়ে যাবার পাশাপাশি সাহিত্যচর্চা করতে হবে, কারণ সাহিত্যচর্চা জ্ঞানের বিকাশে সহায়ক ভূমিকা পালন করে থাকে।

আপনার মন্তব্য

আলোচিত