সংবাদ বিজ্ঞপ্তি

০১ ডিসেম্বর, ২০১৭ ০১:২০

সাংবাদিক পারভেজের অসুস্থ বাবাকে দেখতে হাসপাতালে কেয়া চৌধুরী

সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সাধারণ মানুষের কল্যাণে কাজ করছে। স্বাস্থ্যসেবার মান এখন বিশ্বের কাছে প্রশংসনীয় জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে, ইতোমধ্যে বিভিন্ন উপজেলার গ্রাম গঞ্জে, সাধারণ মানুষের চিকিতৎসা সেবা নিশ্চিত করতে, কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে।

সিলেট ওসমানী হাসপাতালের রোগীদের সুষ্ঠ চিকিৎসা হচ্ছে প্রশংসা করে আরও বলেন, কিছু দিন আগে আমিও রোগী ছিলাম। কর্তব্যরত কর্মকর্তা, ডাক্তার, নার্স, রোগীদের সেবায় খুবই আন্তরিক। এই সেবা অব্যহত রাখার আহবান জানান তিনি।

বৃহস্পতিবার দৈনিক আজকালের খবরের সিলেট আঞ্চলিক প্রধান ও দৈনিক উত্তরপুর্ব'র চিফ রিপোর্টার তালুকদার আনোয়ারুল ইসলাম পারবেজের অসুস্থ পিতা তালুকদার আব্দুর রহিমকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে দেখতে গিয়ে এ বক্তব্য রাখেন কেয়া চৌধুরী। কিছুক্ষণ অসুস্থ রহিমের শয্যার পাশে ছিলেন এবং চিকিতৎসার খোঁজ খবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ কে মাহবুবুল হক, উপ-পরিচালক ডাক্তার দেবপদ রায়, সহকারী পরিচালক ( প্রশাসন ) ডাক্তার আব্দুল আজিজ, দিরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সর্দার, হাসপাতালের নার্সিং অফিসার ইসরাইল আলী, নাসির উদ্দীন প্রমুখ। এর আগে এমপি আওয়ামিলীগের কেন্দ্রীয় সাংঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দীনের অসুস্থ মাতা ও আওয়ামিলীগ নেতা মুক্তিযুদ্ধা আব্দুল বাসিতের চিকিৎসার খোঁজ খবর নেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত