সিলেটটুডে ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০১৭ ১৮:০১

সিলেটে 'আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি প্রতিযোগিতা-২০১৭' সম্পন্ন

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে এবং সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় 'আইজিপি কাপ জাতীয় যুব কাবাডি (অনূর্ধ্ব-২১) প্রতিযোগিতা-২০১৭' এর সিলেট জেলা পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামস্থ কাবাডি মাঠে এ খেলা সম্পন্ন হয়।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. রাহাত আনোয়ার।

প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন সিলেটের পুলিশ সুপার ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানদ্বয়ে সভাপতিত্ব করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিলেট জেলা কাবাডি কমিটির সভাপতি বিজিত চৌধুরী।

অনুষ্ঠানদ্বয়ে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের সদস্য সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।

অনুষ্ঠানদ্বয়ে উপস্থিত ছিলেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, সিলেট জেলা কাবাডি কমিটির সম্পাদক সমর চৌধুরী, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনহার মিয়া, ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন, সিলেট জেলা পরিষদের কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. শাহানুর, বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাজী এম.এ. মতিন, হোটেল রোজভিউ সিলেট এর ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন আহমদ, বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ দুলাল আকন্দ, প্রথম বিভাগ ভলিবল লীগ কমিটির সম্পাদক কৃষ্ণপদ দে, দ্বিতীয় বিভাগ ভলিবল লীগ কমিটির সম্পাদক দীপাল কুমার সিংহ, ক্রীড়া সংগঠক এডভোকেট নুরে আলম সিরাজী, বালাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এমরানুর রহমান ইমরান, বিশ্বনাথ উপজেলা কাবাডি দলের ম্যানেজার মো. জামাল আহমদ।

খেলা পরিচালনা করেন হাসানুজ্জামান মিলন ও গিয়াস উদ্দিন। অনুষ্ঠানদ্বয় সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সচিব বিপুল চন্দ্র তালুকদার।

প্রতিযোগিতার বালাগঞ্জ বনাম বিশ্বনাথ উপজেলা কাবাডি দলের মধ্যকার ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে ২১-২১ পয়েন্টে সমান হওয়ায় কমিটির সিদ্ধান্তক্রমে উভয় দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন বালাগঞ্জ উপজেলা কাবাডি দলের খেলোয়াড় সাজু আহমদ। প্রতিযোগিতার ম্যান অব দ্যা টুর্ণামেন্ট মনোনীত হন বিশ্বনাথ উপজেলা কাবাডি দলের খেলোয়াড় শাহীন আহমদ।


আপনার মন্তব্য

আলোচিত