জগন্নাথপুর প্রতিনিধি

২৮ ডিসেম্বর, ২০১৭ ২০:১৩

জগন্নাথপুর উপজেলা জাপা নেতা চান মিয়ার জানাযা অনু্ষ্ঠিত

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামের বাজার কমিটির সাবেক সেক্রেটারি ও জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি চান মিয়ার জানাযা অনুষ্ঠিত হয়েছে।

জানাযায় সকল রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও ব্যবসায়ীসহ সকল শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। জগন্নাথপুর ডিগ্রি কলেজ মাঠে জানাযা শেষে কেশবপুর পশ্চিমপাড়া পঞ্চায়েতি কবরস্থানে দাফন করা হয়।

জাপা নেতা চান মিয়ার জানাজায় উপস্থিত ছিলেন জেলা জাপার সভাপতি বিশিষ্ট আইনজীবী সাবেক এমপি আব্দুল মজিদ মাষ্টার, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, উপজেলা বিএনপির সভাপতি আবু হুরায়রা সাদ মাষ্টার, উপজেলা জাপার সভাপতি কাউন্সিলর খলিলুর রহমান, সেক্রেটারি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, পৌর আওয়ামী লীগের সেক্রেটারি ইকবাল হোসেন ভুঁইয়া, কেশবপুর হাই স্কুলের সভাপতি ডা. মতিউর রহমান বাদশা মিয়া, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারি জাহির উদ্দিন, সাংবাদিক সানোয়ার হাসান সুনু, মো. মুন্না মিয়া, শাহ্ জালাল জামেয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান, জগন্নাথপুর ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুর রউফ, নিয়াজ আহমদ ভুঁইয়া, কমিউনিটি নেতা শাহ্‌ সিরাজ মিয়া, স্থানীয় কাউন্সিলর তাজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি রুমেন আহমদ, ছাত্রদল নেতা মোহাম্মদ আলী আফরোজ, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আবুল হাসনাত আমির, জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি রুয়েল মিয়া, কলেজ ছাত্র জমিয়ত সভাপতি আকমল হোসেনসহ বিভিন্ন শ্রেণীপেশার সহস্রাধিক জনসাধারণ।

মরহুম চান মিয়ার স্মৃতিচারণ করে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারি জামিল টেইলারের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাপার সভাপতি বিশিষ্ট আইনজীবী সাবেক এমপি আব্দুল মজিদ মাষ্টার, জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ, স্থানীয় কাউন্সিলর তাজিবুর রহমান, মরহুমের একমাত্র তনয় লন্ডন প্রবাসী সোহেল মিয়া প্রমুখ।

মরহুমের জানাজায় ইমামতি করেন মরহুমের নাতি নাঈম ইসলাম।

প্রসঙ্গত, চান মিয়া বুধবার (২৮ ডিসেম্বর) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ঢাকা বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য  গুনগুহী রেখে গেছেন।

আপনার মন্তব্য

আলোচিত