সিলেটটুডে ডেস্ক

২২ জানুয়ারি, ২০১৮ ১৮:২২

সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা কমিটির আত্মপ্রকাশ

সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা কমিটি গঠিত হয়েছে।

রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় নগরীর বন্দরবাজারস্থ পৌরবিপণী মার্কেটে সংগঠনের প্রধান কার্যালয়ে নতুন কমিটির আত্মপ্রকাশ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতি পংকি মিয়া জালালীর সভাপতিত্বে এবং মহিলা সম্পাদক রুজি বেগমের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি শেখ মো. মখন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. মখন মিয়া বলেন, হযরত শাহজালাল (রহ.) এর পুণ্যভূমি সিলেটের বিভিন্ন দাবি আদায়ে সিলেট বিভাগ গণদাবী পরিষদের ভূমিকা প্রশংসনীয়। তারা আগামীতে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবে আমি এ আশাবাদ ব্যক্ত করি।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, দি সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক আম্বরখানা ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান রিপন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর শাখার সাধারণ সম্পাদক এইচএম তাফাদার রুহেল, মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, সিলেট বিভাগ গণদাবী পরিষদ মহানগর শাখার সভাপতি এম.এ হান্নান, নিরাপদ সড়ক চাই (নিসচা)র মহানগর শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, সিলেট বিভাগ গণদাবী পরিষদ মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক সরোজ ভট্টাচার্য, ব্রাক্ষময়ী বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ আতিকুর রহমান আতিক, সিলেট বিভাগ গণদাবী পরিষদের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক মো. কয়ছর আলী, সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার উপদেষ্টা অ্যাডভোকেট ছালে আহমদ হীরা, সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি এহছানুল হক তাহের, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নাহিদা আক্তার চৌধুরী।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আলোক মিয়া, মহানগর শাখার সহ সভাপতি মো. আব্দুল গফুর, সিলেট বিভাগ ইলেকট্রনিক টেকনেশীয়ান কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল, সিলেট বিভাগ গণদাবী পরিষদ মহানগর শাখার সহ সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন দামাল, চালিবন্দর শাখার সভাপতি মো. আলা উদ্দিন, জাগো সিলেট আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন আলো, সিলেট বিভাগ গণদাবী পরিষদের মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাজন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক এসএম মুজিবুর রহমান, মহানগর শাখার অর্থ সম্পাদক মো. রাজা মিয়া, সিলেট সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি মো. ইসলাম আলী, সিবেটেকস বন্দরবাজার শাখার সাধারণ সম্পাদক গাজী মো. জামিল, মহিলা নেত্রী লাভলী আক্তার, সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক শেখ তছলিমা আলী হেনা, নারী কল্যাণ সংস্থার সভানেত্রী স্বপ্না রহমান, সমাজসেবক হাবিবুর রহমা মজলাই, তেতলী ইউনিয়নের বর্তমান মেম্বার মো. আলা উদ্দীন, সাবেক মেম্বার আজমল আলী, সমাজসেবক এনামুল হক ইকবাল, মো. মজমুল আলী, সফিক মিয়া, কুদ্দুছ খান, মাসুদ আহমদ, মো. জসিম উদ্দীন, আব্দুল হক প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে পংকি মিয়া জালালীকে সভাপতি, কাওছার হুসেনকে সাধারণ সম্পাদক ও মো. লায়েক মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট সিলেট বিভাগ গণদাবী পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা কমিটির ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এই.এ. তাফাদার রুহেল।

আপনার মন্তব্য

আলোচিত