সিলেটটুডে ডেস্ক

০১ ফেব্রুয়ারি , ২০১৮ ২২:৫২

ইচ্ছা পূরণ পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ইচ্ছা পূরণ সামাজিক সংগঠন সিলেটের ব্যবস্থাপনায় সিলেট রেলওয়ে স্টেশনে সুবিধা বঞ্চিত শিশুদের স্কুল ইচ্ছা পূরণ পাঠশালার শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম যুক্তরাজ্যের অর্থ বিষয়ক সম্পাদক ও দক্ষিণ ছাতক আদর্শ শিক্ষা সংস্থা ইউকের সভাপতি মো. আব্দুল জলিল।

এসময় উপস্থিত ছিলেন, ইচ্ছা পূরণ সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা রেশমা জান্নাতুল রুমা, সংগঠনের সদস্য রাসেল মিয়া, জাহিদুল ইসলাম, লায়েক আহমেদ, মাসুদুর রহমান মাসুদ প্রমুখ।

এসময় তিনি বলেন, সমাজের অসহায় মানুষকে কষ্টে রেখে সাময়িক শান্তি লাভ করলেও মানসিক পরিতৃপ্তি লাভ করা যায় না। এ অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সহযোগিতার মানসিকতা নিয়ে সুবিধা বঞ্চিত শীতার্তদের কল্যাণে এগিয়ে আসতে হবে। সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করায় ইচ্ছা পূরণ সামাজিক সংগঠনের সদস্যদের তিনি ধন্যবাদ জানান এবং সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

আপনার মন্তব্য

আলোচিত