সংবাদ বিজ্ঞপ্তি

০২ ফেব্রুয়ারি , ২০১৮ ১৪:০১

‘বাদল ছিলেন নির্লোভ-সাদামনের’

জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি জসিম উদ্দিন বাদল স্মরণে এক সভা বৃহস্পতিবার সন্ধ্যায় জিন্দাবাজারস্থ সোসাইটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট মহানগর শাখার সভাপতি আশরাফ গাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. মখলিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় মরহুম জসিম উদ্দিন বাদলের জীবনের বিভিন্ন দিক ও মানবিকতা নিয়ে আলোচনা হয়।

স্মরণ সভায় বক্তারা বলেন, প্রয়াত জসিম উদ্দিন বাদল তাঁর সততা, নিষ্ঠা ও কর্তব্য পরায়ণতার জন্য আজীবন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।

বক্তারা বলেন, জসিম উদ্দিন বাদল ছিলেন নির্লোভ, সদালাপী ও সৃষ্টিশীল একজন সাদামনের মানুষ। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর অবদান চিরদিন অম্লান হয়ে থাকবে।

বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাঁর পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সোসাইটির কেন্দ্রীয় সহ সভাপতি ড. শহীদুল ইসলাম, জাতীয় মানবাধিকার সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি আল আসলাম মুমিন, মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম তালুকদার, এডভোকেট আব্দুল মালিক শিহাব, মির্জা বেলায়েত আহমদ লিটন, দপ্তর সম্পাদক সাংবাদিক আবুল মোহাম্মদ, সহ সাধারণ সম্পাদক শেখ তোফায়েল আহমদ সেপুল, সাংগঠনিক সম্পাদক মেরাজ হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক দিলাল আহমদ, ক্রীড়া সম্পাদক শাকিরুল ইসলাম গৌছ, বৈদেশিক সম্পাদক নওফেল চৌধুরী, সদস্য শাহাদাত হোসেন, আম্বিয়া বেগম, এনাম আহমদ, নাঈম হোসেন চৌধুরী প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত