সিলেটটুডে ডেস্ক

০৮ মার্চ, ২০১৮ ১৮:৩৯

শাহ খুররম ডিগ্রি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেট সদর উপজেলার শাহ্ খুররম ডিগ্রি কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মার্চ) কলেজ হল রুমে এ পুরস্কার প্রদানের আয়োজন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব সিরাজাম মুনীরা।

তিনি তাঁর বক্তব্যে বলেন, মার্চ হচ্ছে স্বাধীনতার মাস। বাঙালির প্রেরণার মাস। এ মাসেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। তাঁর ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমেই বাঙালির মুক্তিযোদ্ধারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং স্বাধীনতা এনে দিয়েছিল। এ মাস আরো তাৎপর্যপূর্ণ কারণ এ মাস নারী দিবসের মাস। সুতরাং, সবদিক থেকে এ মাস বাঙালির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক কমর উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহযোগী, সহকারী অধ্যাপক ও প্রভাষকবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত