সংবাদ বিজ্ঞপ্তি

১০ মার্চ, ২০১৮ ১৫:৪৯

সিলেটে কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন বিষয়ক কর্মশালা উদ্বোধন

বাংলাদেশ এগ্রো প্রসেসরেস এসোসিয়েশন (বাপা) ও এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল (এপিবিপিসি)। এর যৌথ উদ্যোগে সিলেটে ‘কৃষি উৎপাদনশীলতা উন্নয়ন কলা কৌশল’ বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

শনিবার (১০ মার্চ) সকাল ১০টায় সিলেট নগরীর একটি হোটেলে এ কর্মশালার উদ্বোধন করা হয়। আয়োজন করে

শিল্প মন্ত্রণালয় আওতাধীন ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) এ প্রশিক্ষণ কর্মসূচীতে উক্ত প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ রিসোর্স পারসন হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন।

ইউরোক্রসের চেয়ারম্যান আব্দুল মুকিতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্প মন্ত্রণালয়ের এনপিও পরিচালক (যুগ্ম সচিব) এসএম. আশরাফুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল হাসেম, সিলেট চেম্বার অব কমার্স ইন্ড্রাস্টি এর পরিচালক হিজকিল গুলজার।

এছাড়াও বাপার সদস্য, বিসিক এর কর্মকর্তা ও বিভিন্ন সেক্টরের উৎপাদনের সাথে জড়িত ব্যক্তিবর্গ প্রশিক্ষণ প্রদান করেন।

অতিথিবৃন্দ ও রিসোর্স পারসনগন এসময় উৎপাদনশীলতার বিষয়ে উন্নত কলা কৌশল সম্পর্কে দক্ষতা উন্নয়ন বিষয়ে বক্তব্য প্রদান করেন।

আপনার মন্তব্য

আলোচিত