সিলেটটুডে ডেস্ক

১০ মার্চ, ২০১৮ ১৮:৩৯

জালালপুর উচ্চ বিদ্যালয়ের তিন প্রয়াত শিক্ষকদের স্মরণ সভা অনুষ্ঠিত

দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু ধীরেন্দ্র চন্দ্র পাল, সহকারী শিক্ষক সাইফুল হোসেন ও নুরুল হক চৌধুরী নুনুর মৃত্যুতে প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বিদ্যালয়ের যৌথ উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ মার্চ) সকালে বিদ্যালয়ের মাঠে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

স্মরণ সভা আয়োজক কমিটির আহবায়ক মো. আলাউদ্দিন তুলা মিয়ার সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন ও তারেক রহমানের যৌথ পরিচালনায় স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন স্মরণ সভা আয়োজক কমিটির সদস্য সচিব অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব।

সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, শ্রীমঙ্গল সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক নেছার আহমদ, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর সভাপতি আব্দুল জব্বার জলিল, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নেছারুল হক চৌধুরী বুস্তান, জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, টি.টি কলেজের অধ্যাপক নজরুল ইসলাম, জালালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান, জালালপুর ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য শহীদুর রহমান শাহীন, দনারাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল হোসেন, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার আহমদ, মো. লায়েক উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা তপন চন্দ্র পাল, সিলেট প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক খালেদ আহমদ, জালালপুর ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি নাজির হোসেন, কবি সুমন খান, ইব্রাহিম, কলেজ ছাত্র ফাহিম আহমদ, বিদ্যালয়ে শিক্ষক মৌলানা আব্দুর রহিম, ছাত্র-ছাত্রীদের পক্ষে নাদিয়া আক্তার, সুমাইয়া, আব্দুল জাহিদ, মরহুম শিক্ষকদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন ধীরেন্দ্র চন্দ্র পালের ছেলে, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ধীমান ব্রত পাল, সাইফুল হোসেনের ছেলে শাবিপ্রবির ছাত্র মেহেদী হাসান, নূরুল হক চৌধুরী নুনুর মেয়ে জালালপুর ডিগ্রি কলেজের প্রভাষক ফাহমিদা চৌধুরী বিথী।

উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী শেখ ইদ্রিস আলী তোরন মিয়া, মো. আফরোজ আলী, জালালপুর ইউপি’র সাবেক ভারপ্রাপ্ত আব্দুল মুতিন ও এম.এ শহীদ পংকি, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট জাকারিয়া আহমদ চৌধুরী, ডা. মাহবুব আলম, আফরোজ আলী, মনোজজ্জির আলী, আব্দুল বাছিত বাচ্চু, আরমান আলী, যুক্তরাজ্য প্রবাসী সেলিম আহমদ, হাবিবুর রহমান, আব্দুছ ছালাম সুহেল, ডা. কামাল আহমদ, ব্যবসায়ী জগলু মিয়া, আব্দুল হামিদ প্রমুখ। এছাড়াও আয়োজক কমিটির নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ স্মরণ সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রয়াতদের স্মরণে একটি স্মরণ স্মারক মার্সিয়ার মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। শেষে প্রয়াত দুই শিক্ষকের রূহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুর রহিম। সভায় প্রয়াত ধীরেন্দ্র চন্দ্র পালের আত্মার শান্তি কামনা করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত