সিলেটটুডে ডেস্ক

২০ মার্চ, ২০১৮ ১৭:৩৯

অর্থমন্ত্রীকে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ জেলা ও বিভাগীয় শাখার শুভেচ্ছা

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছেন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় ও জেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২০ মার্চ) সকাল সাড়ে ৯টায় নগরীর হাফিজ কমপ্লেক্সে এ শুভেচ্ছা জানানো হয়।

অর্থমন্ত্রীর কাছে সরকারি কর্মচারীদের জন্য সমন্বিত নীতিমালা, আউটসোর্সিং বাতিল, রেশনিং পদ্ধতি চালু, শতভাগ পেনশন প্রদান, পূর্বের ন্যায় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড প্রদান, দ্রব্যমূল্যের সাথে সঙ্গতি রেখে বেতন স্কেল নির্ধারণ, ৬০ শতাংশ বিভাগীয় কোটা সংরক্ষণ, পোষ্য কোটা সংরক্ষণ সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। ২০ লক্ষ থেকে ১ কোটি টাকা গৃহ নির্মাণ ঋণ প্রদানের দাবিও উত্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মো. আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক মো. ইছমাইল মিয়া, সহসভাপতি মো. কামাল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. সালাহ উদ্দিন, মো. আব্দুল জব্বার, সহসভাপতি মো. মাহবুবুর রহমান, মোস্তফা কামাল, দপ্তর সম্পাদক সুজন চন্দ্র সরকার, মো. আবুল কালাম, হাবিবুর রহমান, মসিউর রহমান, কুদরত উল্লাহ, জাহাঙ্গীর আলম, রনেন্দু চক্রবর্তী, আব্দুল জব্বার, ইমরান হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত