সিলেটটুডে ডেস্ক

১৭ এপ্রিল, ২০১৮ ১৮:৫৫

মুক্তিযুদ্ধের গল্পে ঊষা’র শিশুদের পহেলা বৈশাখ উদযাপন

একাত্তরের রণাঙ্গনের পাঁচ বীর যোদ্ধার মুখ থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ঊষা’র শিশুরা।

শনিবার (১৪ এপ্রিল) নগরীর পশ্চিম জিন্দাবাজারের হাসনরাজা মিউজিয়ামে শিশুদের মুক্তিযুদ্ধের গল্প শোনানোর এই ব্যতিক্রমী আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিশুদের যুদ্ধদিনের গল্প শোনান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের কমান্ডার ভবতোষ রায় বর্মণ, মুক্তিযোদ্ধা মো. সলিমুল্লাহ, মুক্তিযোদ্ধা মন্টু দাশ, মুক্তিযোদ্ধা মকবুল আলী ও মুক্তিযোদ্ধা আব্দুর রহিম।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমজার প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক আল আজাদ, সিলেট মিডিয়ার পরিচালক আহমেদ বকুল, কবি তারেশ কান্তি, কবি খালেদ উদ-দীন, গীতিকবি হাজী মফজ্জিল আলী ও শিশু সংগঠক জাহানারা বেগম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত