সংবাদ বিজ্ঞপ্তি

০৬ আগস্ট, ২০১৮ ২০:১১

জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের আলোচনা সভা

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের (রেজি নং ১৯৩৩) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৬ আগস্ট সোমবার নগরীর তালতলাস্থ স্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি তালতলা থেকে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্ট গিয়ে শেষ হয়।

এসময় বক্তারা বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে নতুন মজুরী কাঠামো নির্ধারণ ও নিম্নতম মজুরী মাসিক ২০ হাজার টাকা ঘোষণার জানান।

বক্তারা আরো বলেন, মজুরী দাসত্ব ও পুঁজি শোষণ থেকে মুক্তি, সকল প্রকার বৈষম্য, ক্ষুদা দারিদ্রের অবসান ঘটিয়ে সার্বিক মুক্তির আন্দোলন সংগ্রামকে বেগবান করতে সিলেট জেলা হোটেল শ্রমিকদের ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রামে কাজ করতে হবে।

সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সফর আলী খানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এসএম নুরুল হুদা সালেহ।

এতে আরো বক্তব্য রাখেন, সহ সভাপতি ইউসুফ জামিল, সহ সভাপতি ফখরুল মিয়া, সহ সভাপতি শাহ আলম, যুগ্ম সম্পাদক জমির আলী, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল মিয়া, দপ্তর সম্পাদক বশির মিয়া, প্রচার সম্পাদক আকিব হোসেন, সদস্য সুমন মিয়া, সদস্য আজিজুর রহমান, সদস্য বিল্লাল, সাহেদ মিয়া, হোসেন আলী, দেলওয়ার মিয়া, সুমন মিয়া, আকিল, সুমন, জাহেদ, দুলাল, ফজলু মিয়া, হারুন মিয়া প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত