সংবাদ বিজ্ঞপ্তি

০৭ আগস্ট, ২০১৮ ২২:৪০

সিলেটে ২ দিনব্যাপী আলোকচিত্র প্রতিযোগীতা ও প্রদর্শনী

প্রথম পুরস্কার ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকেট

সিলেটের বঙ্গবীর ওসমানী শিশু উদ্যানে শুরু হতে যাচ্ছে দু'দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী এবং প্রতিযোগিতা। বাংলাদেশের অপরুপ সকল চিত্র তুলে ধরার লক্ষে প্রথম বারের মতো এ আলোকচিত্র প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে লেটার ম্যাগাজিন। এই প্রতিযোগিতায় থাকছে সনদসহ ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকেটসহ আরো অনেক পুরষ্কার।

লেটার ম্যাগাজিন আয়োজিত এ প্রদর্শনী আগামী ১ সেপ্টেম্বর ও ২ সেপ্টেম্বর সিলেটের বঙ্গবীর ওসমানী শিশু উদ্যানে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার ছবি জমা দেয়ার শেষ সময় ২৫ আগস্ট, ২০১৮। একজন প্রতিযোগি সর্বোচ্চ ৪টি ছবি জমা দিতে পারবে।

ছবি পাঠাতে হলে ই-মেইল করতে হবে: [email protected]। প্রতিযোগীদের পাঠানাও ছবি বিচারকদের মতামতের মাধ্যমে প্রদর্শনীতে রাখা হবে এবং প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের নাম ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

এতে বাংলাদেশের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া আলোকচিত্রীসহ পেশাদার ও ফ্রিল্যান্স আলোকচিত্রীরা অংশগ্রহণ করতে পারবেন।

আলোকচিত্র প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম স্থান অধিকারী পাবেন ঢাকা-ব্যাংকক-ঢাকা বিমান টিকেট। দ্বিতীয় স্থান অধিকারী পাবেন ঢাকা-দিল্লী-ঢাকা বিমান টিকেট এবং তৃতীয় স্থান অধিকারী পাবেন ঢাকা-কক্সবাজার-ঢাকা বিমান টিকেট। এছাড়াও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ আরো ১০ জন পাবেন সনদপত্র।

বিস্তারিত জানতে চোখ রাখুন: https://www.facebook.com/thelettermagazine/

ছবির বিষয়:

  • অবশ্যই বাংলাদেশের সুন্দর্যময় রুপ তুলে ধরতে হবে ছবিতে। যেমন বাংলার প্রাকৃতিক সৌন্দর্য, উৎসব, সংস্কৃতি ও ঐতিহ্য, প্রকৃতি, মানুষের জীবনের চিত্র
  • ছবিটিতে অশ্লীল, বা আপত্তিকর কিছু থাকতে পারবে না

নিয়মাবলী:

নিবন্ধন ফি ৩০০ টাকা-বিকাশ নাম্বার -01796632656
নিবার্চিতরা  প্রতিটি ছবির ফ্রেমিং এবং প্রিন্টিং এর জন্য জমা দিতে হবে ৫০০ টাকা এবং ছবি পাঠাতে পারবেন সাদা-কালো-রঙিন
কপি রাইটের কোন ছবি গ্রহন করা হবে না
মোবাইলের ছবি জমা দেয়ার ক্ষেত্রে মোবাইলের নাম ও মডেল নম্বর লিখে দিতে হবে
প্রদর্শনীতে আলোকচিত্রীর ছবি বিক্রি হলে তার ৭০ ভাগ পাবেন আলোকচিত্রী
আয়োজকদের সকল সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে।
আয়োজকদের মূল আলোকচিত্র পরীক্ষা বা জমার বৈধতা নিশ্চিত করার জন্য RAW ফাইল চাওয়ার অধিকার রাখবে
নির্দিষ্ট সময়সীমার মধ্যে JPEG ফরমেটে ছবি পাঠাতে হবে। সরবরাহ করতে ব্যর্থ হলে প্রদর্শনী থেকে অযোগ্য বিবেচিত করে বাতিল করা হবে
ছবিতে কোন ধরনের সম্পাদনা করা যাবে না
শর্তাবলীর সাথে সঙ্গতি না হলে অংশগ্রহণকারী অযোগ্য ঘোষণা করা হবে
বাংলাদেশের সকল বিভাগের প্রতিযোগীরা এতে অংশগ্রহন করতে পারবেন

আপনার মন্তব্য

আলোচিত