সংবাদ বিজ্ঞপ্তি

১২ আগস্ট, ২০১৮ ২৩:০৮

বালাগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষের কৃতজ্ঞতা প্রকাশ

বালাগঞ্জ ডিগ্রি কলেজকে সরকারিকরণ করায় যারা কলেজের উন্নয়নে বিভিন্ন সময়ে অবদান রেখেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কলেজটির অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী।  

রোববার (১২ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী সরকারিকরণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মহিউদ্দিন শীরু, কলেজ গভর্নিং বডির সভাপতিসহ গভনিংবডির সদস্যবৃন্দ এবং কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সংশ্লিষ্ট থেকে যারা বিভিন্ন ভাবে অবদান রেখেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এটা একটা যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে ওই বিবৃতিতে তিনি আরো বলেন, এই সিদ্ধান্ত পিছিয়ে পড়া শিক্ষা অঞ্চলকে আরো সামনে এগিয়ে নেবে। সরকার শিক্ষার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে কলেজ সরকারিকরণের মাধ্যমে সেটি আবারো প্রমাণিত হলো।

আপনার মন্তব্য

আলোচিত