Advertise

সিলেটটুডে ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০১৯ ২০:৩৯

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেট বিএনপির মানববন্ধন বৃহস্পতিবার

সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নগরীর সুরমা পয়েন্টে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বুধবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানান সিলেট জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল হক।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগরের সভাপতি নাসিম হোসাইন, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী।

আপনার মন্তব্য

আলোচিত