সংবাদ বিজ্ঞপ্তি

১২ সেপ্টেম্বর, ২০১৯ ০১:৫৪

জেলা প্রশাসককে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনার স্মারকলিপি

পাবনার সদর থানার দাপুনিয়া ইউনিয়নের তিন সন্তানের জননীকে গণধর্ষণ অতঃপর ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে অভিযোগ আমলে না নিয়ে ধর্ষককে আটক করে থানা চত্বরে জোর পূর্বক বিয়ে দেওয়াসহ দেশব্যাপী, কন্যাশিশু ও নারী নির্যাতন, খুন ধর্ষণের ঘটনার উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করে এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির দাবি জানিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ পাবনা শাখা বুধবার (১১ সেপ্টেম্বর) জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে।

এসময় বাংলাদেশ মহিলা পরিষদ, পাবনার সাধারণ সম্পাদক, কামরুন নাহার জলি, অর্থ-সম্পাদক, রেহানা করিম, সাংগঠনিক সম্পাদক, কামরুন নাহার জোসনা, লিগ্যাল এইড সম্পাদক, শরিফা খাতুন সুখী, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক, রোজিনা আকতার ও প্রকল্প সমন্বয়কারী, এ এম এস কিবরিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত