Advertise

কানাইঘাট প্রতিনিধি

০৭ অক্টোবর, ২০১৯ ১৭:৫৪

কানাইঘাট উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পূজা মণ্ডপ পরিদর্শন

সিলেটের কানাইঘাটে শারদীয় দুর্গোৎসবে পৌরসভার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে কানাইঘাট পৌরসভার রায়গড় ও চাউরা সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে পরিদর্শন করেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি শ্রী দুর্গা কুমার দাস, বর্তমান সিনিয়র সহসভাপতি শ্রী সলিল চন্দ্র দাস, কানাইঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চিত্র শিল্পী ভানু লাল দাস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র দাস, কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হাসনাত, কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জীবন, কানাইঘাট পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ চন্দ্র দাস, পূজা সম্পাদক সনজিৎ দাস, পৌর জাগো হিন্দু পরিষদের সভাপতি অজয় চন্দ্র দাস প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত