Advertise

সিলেটটুডে ডেস্ক

০২ নভেম্বর, ২০১৯ ০০:৫৭

প্রবাসী সাংবাদিক জয় চৌধুরীকে নিয়ে সৌহার্দ্য আড্ডা

প্রবাসী সাংবাদিক জয় চৌধুরীকে নিয়ে প্রাণবন্ত এক আড্ডা হয়ে গেলো সিলেটে। শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে সৌহার্দ্য এ আড্ডা পরিনত হয় সাংবাদিকদের মিলন মেলায়।  সিলেট- লন্ডন সাংবাদিকতার অতিত বর্তমান উঠে আসে আড্ডায় অংশ নেয়া সাংবাদিকদের আলোচনায়। যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে কর্মরত সাংবাদিক জয় চৌধুরীও আড্ডায় তার প্রবাস জীবনের নানা স্মৃতিকথা তুলে ধরেন। সিলেট- লন্ডন সাংবাদিকতার একটি সেতুবন্ধন তৈরীর তাগিদ উঠে আসে আড্ডা থেকে।

আড্ডায় অংশ নেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও একাত্তর টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকবাল মাহমুদ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইন্ডিপেনডেন্ট টিভির সিলেট ব্যুরো প্রধান মঞ্জুর আহমদ, ক্রীড়া লেখক সমিতি সিলেটের সভাপতি মান্না চৌধুরী, সিনিয়র সাংবাদিক ফয়সল আলম, এস এ টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান আব্দুল আলিম শাহ, বণিকবার্তার সিলেট ব্যুরো প্রধান দেবাশিষ দেবু, দৈনিক জাগরণের সিলেট ব্যুরো প্রধান আমিনুল ইসলাম রোকন, সিলেট আর্ট স্কুলের কর্ণধার আব্দুল বাতেন, হোটেল গোল্ডেন সিটির জেনারেল ম্যানেজার মিস্টু দত্ত, চৈতন্য প্রকাশনীর প্র্রকাশক রাজিব চৌধুরী, দৈনিক একাত্তরের কথার চিফ রিপোর্টার মিসবাহ উদ্দীন আহমদ, দৈনিক সিলেট মিররের সিনিয়র রিপোর্টার রাজিব রাসেল, সিলেটভিউ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম কামাল, সাংবাদিক অমিতা সিনহা, তাহমিনা আহমেদ, একাত্তরের কথা’র আলোকচিত্রী মিটু দাস জয়, খায়রুল কবির সংগ্রাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত