Advertise

সিলেটটুডে ডেস্ক

০২ নভেম্বর, ২০১৯ ১৮:২৯

সিলেটে লোটোর ৬ষ্ঠ আউটলেটের উদ্বোধন

বিশের অন্যতম শীর্ষস্থানীয় ইতালিয়ান স্পোর্টস এন্ড লাইফস্টাইল ব্র্যান্ড লোটো স¤প্রতি সিলেটের সোবাহানীঘাটের কে কে ম্যানশনে একটি নতুন আউটলেটের শুভ উদ্বোধন ঘোষণা করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানের সময় প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। লোটো বাংলাদেশ-এর পক্ষে উপস্থিত ছিলেন কাজী জাভেদ ইসলাম। মার্কেটিং কনসাল্টেন্ট এই আউটলেটটি উদ্বোধন করেন।
এ উপলক্ষে কোম্পানি ২ থেকে ৫ নভেম্বর সকল ক্রেতার জন্য সকল পণ্যের উপর ১০% বিশেষ ডিসকাউন্ট ঘোষণা করেছে। সুপরিসর এই আউটলেট থেকে এখন ক্রেতারা তাদের পছন্দের ব্র্যান্ড লোটো’র পণ্যসামগ্রী কিনতে পারবেন। স্পোর্টস এবং লাইফস্টাইল ব্র্যান্ড লোটো’র রয়েছে বিভিন্ন ডিজাইনের স্পোর্টস এন্ড লাইফস্টাইল সু, টি-শার্ট, পোলো শার্ট, স্লিপার্স, পারসোনাল কেয়ার প্রডাক্টস। এছাড়াও এই আউটলেটে পাওয়া যাবে আন্তর্জাতিক মানের ব্র্যান্ড দি এক্সপ্রেস-এর শার্ট, জিনস, গ্যাবার্ডিন, মোকাসিন, লেদার সু ও স্যান্ডেল সহ আরো অসংখ্য পণ্যসামগ্রী।
বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্পোর্টস এবং লাইফস্টাইল ব্র্যান্ড লোটো ১১০টিরও বেশি দেশে এর কার্যক্রম পরিচালনা করছে।

আপনার মন্তব্য

আলোচিত