সংবাদ বিজ্ঞপ্তি

০৩ নভেম্বর, ২০১৯ ০১:৩৯

প্রধানমন্ত্রীর নির্দেশে দলকে ঢেলে সাজানো হচ্ছে: শফিকুর রহমান চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলকে ঢেলে সাজানো হচ্ছে। আওয়ামী লীগ এখন গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। আওয়ামী লীগকে কোন অপশক্তি ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করতে পারবে না। তৃণমূলের কর্মীরাই হচ্ছে সংগঠনের মূল শক্তি, তাই তৃণমূল থেকে নেতৃত্ব বিকশিত হোক এটা দলের নেতাকর্মীদের প্রত্যাশা। সকল ভেদাভেদ ভুলে গিয়ে নতুন কমিটি সাজানোর আহবান জানান তিনি।

শনিবার (২ নভেম্বর) বিকেলে সিলেট সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মছদ্দর আলীর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ মোশাহিদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক নাজনীন হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন।

সিলেট সরকারি কলেজের জিএস ফারুক আহমদ ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকির সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশ্রব আলী, শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক মুহিত আলম শফিক মেম্বার। আল কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উজ্জল নেওয়াজ।

সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক সিটি কাউন্সিলর জগদিশ চন্দ্র দাস, সিলেট জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানুর, জেলা বারের এপিপি এডভোকেট নূরে আলম সিরাজী, এডভোকেট মোস্তফা শাহিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মখলিছুর রহমান, মাছুম আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক খান, মোগলগাঁও ইউপি চেয়ারম্যান হিরণ মিয়া, সাংগঠনিক সম্পাদক আমির উদ্দিন আহমদ, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম খান, প্রচার সম্পাদক সাংবাদিক মকসুদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহজাহান আহমদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফজলুল করিম ফুল মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, হাটখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মশাহিদ আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আজম আলী, সাধারণ সম্পাদক মুজাহিদ আলী, টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, মোগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিক মিয়া মেম্বার, জালালাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শাহনূর মিয়া লন্ডনী, গেদন মিয়া মেম্বার, রহিম আলী, মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা এম উস্তার আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ফারুক আহমদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুর পূর্বে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। এদিকে মতামতের ভিত্তিতে কাউন্সিলের কাজ সম্পূর্ণ না হওয়ায় ৪ নভেম্বর কাউন্সিল অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত