Advertise

সিলেটটুডে ডেস্ক

০৪ নভেম্বর, ২০১৯ ২১:৩২

সিলেট প্রেসক্লাব ফেলোশিপ প্রদান অনুষ্ঠান মঙ্গলবার

সিলেট প্রেসক্লাব ফেলোশিপ প্রদান অনুষ্ঠান মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক-গবেষক ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নর্থইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আতফুল হাই শিবলী।

উল্লেখ্য, গত বছর প্রথমবারের মতো সিলেট প্রেসক্লাব ফেলোশিপ প্রবর্তন করা হয়। এ ফেলোশিপের গবেষণার  বিষয় ছিল ‘স্বাধীনতা পূর্ব সিলেটের সাংবাদিকতা ও সিলেট প্রেসক্লাব।’ প্রেসক্লাবের সহযোগী সদস্য সেলিম আউয়াল প্রায় দুই বছরব্যাপী কাজ করে ১৬টি প্রবন্ধে এ গবেষণা সম্পন্ন করেন। তার গবেষণা প্রবন্ধগুলো সময় সময় স্থানীয় দৈনিক সিলেটের ডাকে প্রকাশিত হয়েছে। সম্প্রতি তার এ গবেষণাটি সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি অনুমোদন করে।

মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাকে ফেলোশিপ সনদ প্রদান করা হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ অনুরোধ জানিয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত