সিলেটটুডে ডেস্ক

০৪ নভেম্বর, ২০১৯ ২২:৩৭

সিলেটে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশ উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সের মাঠে সিলেট মেট্রোপলিটন পুলিশ টিম বনাম কমিউনিটি পুলিশিং ফুটবল টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন দল জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং টিম এর মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ম্যাচে সিলেট মেট্রোপলিটন পুলিশ টিম জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং টিমকে ২-০ গোলে পরাজিত করে। সিলেট মেট্রোপলিটন পুলিশ টিমের হয়ে ইকবাল ও শরিফ একটি করে গোল করেন। এসএমপি’র পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম এর সভাপতিত্বে খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত আই.জি.পি, সিআইডি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিপিএম-পিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, অতি: উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) বিভূতি ভূষণ ব্যানার্জী, অতি: উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ জেদান আল মুসা, সহ বিভিন্ন থানার সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনচার্জ, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করেন শাহপরান (রহঃ) থানা কমিউনিটি পুলিশিং টিম এর ইকবাল এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন জালালাবাদ থানা কমিউনিটি পুলিশিং টিমের অধিনায়ক জামিল আহমদ। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।

আপনার মন্তব্য

আলোচিত