সংবাদ বিজ্ঞপ্তি

০৭ নভেম্বর, ২০১৯ ২২:৫৩

সরদা মায়ের মন্দিরে বাগীশিক জেলার গীতা শিক্ষা স্কুল প্রতিষ্ঠিত

বাংলাদেশ গীতা শিক্ষা (বাগীশিক) সিলেট জেলার উদ্যোগে সিলেটের সরদা মায়ের বাড়ি দেবপুর আশ্রমে গীতা শিক্ষা স্কুল প্রতিষ্ঠিত করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় এক আলোচনা সভা হয়। গীতা শিক্ষা স্কুলটির উদ্বোধন করেন প্রাবন্ধিক শান্তি প্রিয়া প্রাণা।

বাংলাদেশ গীতা শিক্ষা (বাগীশিক) সিলেট জেলার সভাপতি ডা. মালী রানী দের সভাপতিত্বে ও সুমন চক্রবর্তীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট জেলা বাগীশিক উপদেষ্টা বীথিকা রানী দত্ত। প্রধান বক্তার বক্তব্য দেন বাগীশিক সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ধনঞ্জয় দাস ধনু।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্লেন্দু ভূষণ দেব অনুপ, সিলেট জেলা বাগীশিক এর সহ-সভাপতি ডা. গোপিকা রঞ্জন চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রমা রানী দেবনরায়, সিলেট মহানগর বাগীশিকের ধ্রুবজ্যোতি দে, শিল্পী দাস, অশোক কুমার দে অলক, জয়দীপ দে তুহিন, সুপ্তী ভট্টাচার্য, সিলেট জেলা উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি বিদ্যুৎ কান্তি সেন, যুগ্ম সাধারণ সম্পাদক বাগীশিক সিলেট জেলা শাখা ভানু লাল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত