সিলেটটুডে ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৯ ১৬:২১

সিলেটে মিডলেভেল ডক্টর’স ডে উদযাপন

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সিলেটে মিডলেভেল ডক্টর’স ডে ২০১৯ উদযাপন করেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মিলেভেল চিকিৎসক পরিষদ। কর্মসূচির প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল ‘আপনার ডাক্তার আপনার বন্ধু ও কর্মস্থলে নিরাপত্তা পাওয়া আমার অধিকার’।

রোববার (১৭ নভেম্বর) এ উপলক্ষে ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়ে। শোভাযাত্রাটি হাসপাতাল সংলগ্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মিলেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ডা. প্রশান্ত সরকারের সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ওসমানী মেডিকেলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মইনুল হক। বিশেষ অতিথির বক্তব্য দেন উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নন্দ কিশোর সিনহা, ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান ও অনুষ্ঠানের আহবায়ক ডা. জহিরুল হাসান খান।  

আলোচনা সভা শেষে এবছর ওসমানী হাসপাতালে কর্মরত বিভিন্ন কোর্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী ১১ জন তরুণ চিকিৎসককে  সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।  


আপনার মন্তব্য

আলোচিত