সিলেটটুডে ডেস্ক

০৩ ফেব্রুয়ারি , ২০২০ ১৩:৫১

‘বঙ্গবন্ধু কাপ’ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ৬ ফেব্রুয়ারি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু কাপ’ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮ টায় সিলেট মহানগর তাঁতী লীগ ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরের উদ্যোগে নগরীর ৩ নং ওয়ার্ডের মুন্সিপাড়া এলাকায় এ ব্যাডমিন্টন মাঠে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশন সাবেক মেয়র জনাব বদর উদ্দিন আহমদ কামরান।

বঙ্গবন্ধু কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ পুরস্কার হিসেবে থাকছে আকর্ষণীয় ট্রফি ও সম্মানজনক প্রাইজ মানি।

প্রতিদিন ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার প্রদান করবেন সিলেটের শীর্ষ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যবসায়ী, সমাজসেবক, সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

পরিচালনা কমিটিতে রয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট মহানগরের সভাপতি অধ্যাপক শংকর চৌধুরী, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর রাজু, সিলেট মহানগর তাঁতী লীগের আহবায়ক নোমান আহমদ, শেখ আবুল হাসনাত বুলবুল, এডভোকেট আরিফ আহমদ, আল মামুন বাবলু, জেসমিন আক্তার নীলু।

আপনার মন্তব্য

আলোচিত