কমলগঞ্জ প্রতিনিধি

০২ মে, ২০২০ ১৮:৩৯

কমলগঞ্জে ৫০ শব্দকর পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে করোনাভাইরাস মোকাবেলায় ৫০ টি শব্দকর পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন আব্দুন নূর-নূরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্ট।

শুক্রবার বিকেলে কমলগঞ্জ পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ের সম্মুখে পৌর এলাকার ৩নং ওয়ার্ডের শব্দকর সমাজের দরিদ্র ৫০টি পরিবারের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আনসার শোকরানা মান্না, জয়বাংলা পরিষদের সভাপতি এ এইচ ইমন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, সালাহ্উদ্দিন শুভ, হৃদয় ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, করোনাভাইরাস মোকাবেলায় আব্দুন নুর-নুরজাহান চৌধুরী কল্যাণ ট্রাষ্টের ধারাবাহিক উপহার প্রদানের অংশ হিসাবে ট্রাষ্টের পক্ষ থেকে কমলগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের কাজিরগাঁও ও নছরতপুর গ্রামের হতদরিদ্র অসহায় দিনমজুর ৫০টি পরিবারকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত