কমলগঞ্জ প্রতিনিধি

১৪ মে, ২০২০ ২২:২৪

কমলগঞ্জে মাতৃত্ব ভাতা বিতরণ

করোনাভাইরাস প্রতিরোধে ‘ঘরে থাকুন, নিরাপদ থাকুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মাতৃত্ব ভাতা ভোগীদের মধ্যে ভাতা বিতরণ করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মাতৃত্ব ভাতা ভোগীদের মধ্যে ভাতা বিতরণের উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

বৃহস্পতিবার (১৪ মে) কমলগঞ্জ পৌরসভা কার্যালয়ে ২৫০জন ভাতা ভোগীর মধ্যে এই ভাতা বিতরণ করা হয়। ভাতার টাকা হিসেবে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে জনপ্রতি সাত হাজার দুই শত টাকা করে প্রদান করা হয়।

বিজ্ঞাপন

কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদের পরিচালনায় ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা প্রাণেশ বর্মা প্রমুখ। আরও উপস্থিত ছিলেন ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা মিতুল খান, এজেন্ট ম্যানেজার তানিয়া ইসলাম রাকি প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত