স্পোর্টস ডেস্ক

২৬ অক্টোবর, ২০২১ ২১:২৯

ওয়েস্ট ইন্ডিজের টানা দ্বিতীয় হার

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ

প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বিধ্বস্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল না ওয়েস্ট ইন্ডিজ। এবার হারল তারা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১০ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা।

দলের পক্ষে এভিন লুইস ৫৬, অধিনায়ক কাইরন পোলার্ডের ২৬ রানে ভর করে স্কোরবোর্ডে ১৪৩ রান তুলে ক্যারিবিয়রা। ডোয়াইন প্রিটুরিয়াসের শিকার তিন উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই অধিনায়ক টেন্ডা বাভুমার উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ৩ বলে দুই রানে রাসেলের দুর্দান্ত থ্রোয়ে রান আউটের শিকার হন তিনি।

এরপর দলের হাল ধরেন রেজা হেনড্রিকস ও রাসি ভ্যান ডার ডুসেন। দুই জনের ৫৭ রানের জুটি ভাঙ্গেন আকিল হোসেইন। আকিলের বলে হেটমায়ারের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন রেজা হেনড্রিকস। একটি ছয় ও তিনটি চারে ৩০ বলে ৩৯ রান করেন তিনি।

এরপর ভ্যান ডার ডুসেন আর এইডেন মার্কারাম মিলে আর কোনো উইকেট হারাতে দেননি। দুই জনের অপরাজিত ৮৩ রানের জুটিতে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। ৫১ বলে ৪৩ রান করেন ভ্যান ডার ডুসেন আর ২৬ বলে ৫১ রান করেন এইডেন মার্কারাম। চারটি ছয় ও দুইটি চারে এ রান করেন মার্কারাম।

ফলে ১০ বল হাতে রেখেই ৮ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপে দুই ম্যাচে এটিই প্রথম ম্যাচ জিতল আফ্রিকানরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি উইকেট নিয়েছেন আকিল হোসেইন।

সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪৩/৮ (সিমন্স ১৬, লুইস ৫৬, পুরান ১২, গেইল ১২, পোলার্ড ২৬, রাসেল ৫, হেটমায়ার ১, ব্রাভো ৮*, ওয়ালশ ০, আকিল ০*; মারক্রাম ৩-১-২২-০, রাবাদা ৪-০-২৭-১, নরকিয়া ৪-০-১৪-১, মহারাজ ৪-০-২৪-২, শামসি ৩-০-৩৭-০, প্রিটোরিয়াস ২-০-১৭-৩)।

দক্ষিণ আফ্রিকা: ১৮.২ ওভারে ১৪৪/২ (বাভুমা ২, হেনড্রিকস ৩৯, ফন ডার ডাসেন ৪৩*, মারক্রাম ৫১*; আকিল ৪-০-২৭-১, রামপল ৩-০-২২-০, রাসেল ৩.২-০-৩৬-০, ওয়ালশ ৩-০-২৬-০, ব্রাভো ৪-০-২৩-০, পোলার্ড ১-০-৯-০)।

ফল: দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আনরিক নরকিয়া।

আপনার মন্তব্য

আলোচিত