স্পোর্টস ডেস্ক

২৭ অক্টোবর, ২০২১ ০৩:২১

নিউ জিল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মত ভারতকে বিশাল ব্যবধানে হারিয়ে দেওয়ার পর এবার নিউ জিল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান।

মঙ্গলবার শারজায় নিউ জিল্যান্ডের ৯ উইকেটে ১৩৪ রান তাড়া করতে নেমে পাঁচ উইকেট হারিয়েছে লক্ষ্যে পৌঁছায় তারা। আসিফ আলী ও শোয়েব মালিকের ষষ্ঠ উইকেটে ২৩ বলে ৪৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় পাকিস্তান।

জয়ের জন্য ১৩৫ রান দরকার ছিল পাকিস্তানের। ভারতের বিপক্ষে ম্যাচে দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তবে কিউইদের বিপক্ষে ওপেনার আজম ফিরে যান দ্রুত। দলীয় ২৮ রানে ব্যক্তিগত ৯ রান তুলে সাজঘরে ফেরেন তিনি। দলের ৪৭ রানে আউট হন ফখর জামান৷ দলের ৬৩ রানে ফেরেন মোহাম্মদ হাফিজ। রিজওয়ান আউট হন ৩৩ রান তুলে। দলের ৮৭ রানে ইমাদ ওয়াসিম ফেরেন। পাকিস্তানের আর কোনো উইকেটের পতন না ঘটলে ১৮.৪ ওভারেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় তারা। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হারিস রউফ।

নিউ জিল্যান্ডের পক্ষে ইস সোধি দুই উইকেট নেন। একটি করে উইকেট পান মিশেল স্যান্টনার, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

এই জয়ে ২ ম্যাচের ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে আসল পাকিস্তান।

সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ২০ ওভারে ১৩৪/৮ (গাপটিল ১৭, মিচেল ২৭, উইলিয়ামসন ২৫, নিশাম ১, কনওয়ে ২৭, ফিলিপস ১৩, সেইফার্ট ৮, স্যান্টনার ৬, সোধি ২*; আফ্রিদি ৪-১-২১-১, ইমাদ ৪-০-২৪-১, হাসান ৩-০-২৬-০, রউফ ৪-০-২২-৪, শাদাব ৩-০-১৯-০, হাফিজ ২-০-১৬-১)

পাকিস্তান: ১৮.৪ ওভারে ১৩৫/৫ (রিজওয়ান ৩৩, বাবর ৯, ফখর ১১, হাফিজ ১১, মালিক ২৬*, ইমাদ ১১, আসিফ ২৭*; স্যান্টনার ৪-০-৩৩-১, সাউদি ৪-০-২৫-১, বোল্ট ৩.৪-০-২৯-১, নিশাম ৩-০-১৮-০, সোধি ৪-০-২৮-২)

ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: হারিস রউফ।

আপনার মন্তব্য

আলোচিত