স্পোর্টস ডেস্ক

২৭ অক্টোবর, ২০২১ ১৫:৫১

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আজ ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিকেল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে বেশ কয়েকবার মুখোমুখি হলেও টি-টোয়েন্টিতে টাইগারদের এবারই প্রথম ইংলিশ পরীক্ষা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য লড়বে মাহমুদউল্লাহরা।

এদিকে পিঠের চোটে আগেই ছিটকে গেছেন সাইফউদ্দিন। বাংলাদেশ একাদশে আজ পরিবর্তন একটিই। সাইফউদ্দিনের জায়গায় দলে এসেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। এ বিশ্বকাপে শরীফুলের এটিই প্রথম ম্যাচ।  অন্যদিকে একাদশ অপরিবর্তিত রেখেছে ইংল্যান্ড। চোটের কারণে প্রথম ম্যাচে না খেলে মার্ক উড নেই আজও।

ইংল্যান্ড একাদশ
জস বাটলার, জেসন রয়, ডেভিড মালান, এউইন মরগান (অধিনায়ক), জনি বেয়ারস্টো, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, টাইমাল মিলস।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক

আপনার মন্তব্য

আলোচিত