স্পোর্টস ডেস্ক

২৮ অক্টোবর, ২০২১ ২২:৩৬

বার্সেলোনার অন্তর্বর্তীকালীন কোচ সার্জি বারজুয়ান

রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করার পর ক্লাবের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেয়া হয়েছে বার্সেলোনা-বি দলের কোচ সার্জি বারজুয়ানকে।

১৯৯৩ থেকে ২০০২ সাল পর্যন্ত বার্সেলোনা দলের নিয়মিত লেফট ব্যাক ছিলেন সার্জি। এরপর ক্লাবে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন তিনি। ৪৯ বছর বয়সী সার্জি নতুন কোচ আসার আগ পর্যন্ত বার্সেলোনার দায়িত্বে থাকবেন এমনটা নিশ্চিত করেছে কাতালান জায়ান্টরা।

রোনাল্ড কোম্যানের বিদায়ে ক্লাবে চলমান জটিলতা আরও প্রকট আকার ধারন করেছে বার্সেলোনার। অর্থের অভাবে পছন্দের কোচ চাভি এর্নান্দেসকে তাৎক্ষণিকভাবে দলে টানা নাও হতে পারে তাদের।

মৌসুম শেষে সাবেক এ তারকাকে নিজেদের ডাগআউটে আশা করছে বার্সা। তার আগ পর্যন্ত সার্জি দলকে সামলাবেন। তবে বার্সেলোনা যদি অর্থসংকট কাটিয়ে চাভিকে দলে টানার তহবিল সংগ্রহ করতে পারে তাহলে হয়তো সামনের সপ্তাহে তাকে বার্সেলোনার দায়িত্বে দেখা যাবে।

চুক্তি শেষ হওয়ার আগে রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করায় তাকে ৬০ লাখ ইউরো দিতে হচ্ছে বার্সেলোনার। অর্থসংকটে থাকায় লিওনেল মেসিকে নতুন চুক্তি অফার করতে পারেনি তারা। ছেড়ে দিতে হয়েছে আঁতোয়া গ্রিজমানের মতো শীর্ষ পর্যায়ের ফরোয়ার্ডকে।

বার্সেলোনা সভাপতি হোয়ান লাপোর্তার কাছে আর্থিক সংকট কাটিয়ে ওঠার পাশপাশি চ্যালেঞ্জ মাঠে দলের ফর্ম ফেরানো। লা লিগায় নয় নম্বরে আছে কাতালানরা। আর চ্যাম্পিয়নস লিগে আছে নিজেদের গ্রুপের তিন নম্বরে।

আপনার মন্তব্য

আলোচিত