স্পোর্টস ডেস্ক

০১ নভেম্বর, ২০২১ ১১:৩০

বিজয়ীর বেশে বিদায় নিলেন আসগর

মাঠের বাইরের বিতর্ককে একপাশে রেখে বিশ্বকাপে বেশ ভালোভাবেই এগুচ্ছে আফগানিস্তান। এদিকে, এর মধ্যেই এলো চমকে দেওয়ার মতো এক খবর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দলটির সাবেক সফল অধিনায়ক আসগর আফগান।

গতকাল রাতে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামার আগে জানিয়ে দিয়েছিলেন, এটাই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। বিজয়ীর বেশেই বিদায় নিতে পেরেছেন আসগর। নামিবিয়ার বিপক্ষে রোববার ৬২ রানের বড় জয় পেয়েছে আফগানস্তান। বিদায়ী ম্যাচে নিজে ব্যাট হাতে ২৩ বলে ৩১ রান করেন আসগর।

৩৩ বছর বয়সী সাবেক অধিনায়ক আফগানিস্তানের হয়ে সব মিলিয়ে ছয় টেস্ট, ১১৪ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ৪৪ গড়ে রান করেছেন ৪৪০। গত মার্চে ক্যারিয়ারের শেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ১৬৪ রানের ইনিংস খেলেছিলেন। ১১৪ ওয়ানডেতে ১টি সেঞ্চুরি, ১২টি হাফ সেঞ্চুরিতে ২ হাজার ৪২৪ রান করেছেন। গড় ২৪.৭৩। টি-টোয়েন্টিতে ৭৫ ম্যাচ খেলে ২১.৯৩ গড়ে রান করেছেন ১ হাজার ৩৮২। সেঞ্চুরি নেই, হাফ সেঞ্চুরি করেছেন ৪টি।

সব ধরনের ক্রিকেট মিলিয়ে আফগানিস্তানকে ১১৫টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন আসগর। তার নেতৃত্বে ছয় টেস্টে খেলে দুটিতে জয়, দুটিতে হার এবং দুটিতে ড্র করেছে আফগানিস্তান। ৫৯টি ওয়ানডেতে অধিনায়কত্ব করে জিতেছেন ৩৪ ম্যাচ, হেরেছেন ২১টি। টি-টোয়েন্টিতে দলকে ৫২ ম্যাচে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন ৪২ ম্যাচেই।

আসগরের বিদায়ী ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৬০ রান তুলেছিল আফগানিস্তান। সর্বোচ্চ ৪৫ রান করেন মোহাম্মদ শাহজাদ। পরে ৯৮ রানে গুটিয়ে যায় নামিবিয়া। আফগানিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন নাভিন-উল হক ও হামিদ হাসান।

আপনার মন্তব্য

আলোচিত